প্রিয়ঙ্কা বঢরা এবং স্মৃতি ইরানি। ফাইল চিত্র।
কংগ্রেসের নির্বাচনী স্লোগান নিয়ে রাহুল গাঁধীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিজেপি নেত্রীর মন্তব্যের জবাবে বুধবার মুখ খুললেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বঢরা। বিজেপি নেত্রীর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘‘নিজে মহিলা হয়ে এমন কথা বলা উচিত নয়।’’
২০২২ সালের বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থীদের ৪০ শতাংশই হবেন মহিলা। সম্প্রতি এ কথা করে রাজ্যের মহিলাদের পাশে থাকা বার্তা দিয়ে প্রিয়ঙ্কা স্লোগান দিয়েছিলেন, ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’ (আমি এক জন মেয়ে, লড়তেও পারি)। প্রিয়ঙ্কার ওই স্লোগানকে কটাক্ষ স্মৃতি বলেন, ‘‘ঘরে ছেলে আছে কিন্তু লড়তে পারে না।’’ সরাসরি নাম না করলেও রাহুলই ছিলেন স্মৃতির ওই মন্তব্যের নিশানা।
স্মৃতির খোঁচার জবাবে বুধবার প্রিয়ঙ্কা বলেন, ‘‘এক জন মহিলা হিসেবে এমন কথা না বলে ওঁর উচিত মহিলাদের উৎসাহিত করা। তাঁদের জন্য লড়াই করা।’’