CRIME

আট মাস ধরে ছাত্রের মাকে ধর্ষণ, গ্রেফতার শিক্ষক

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রথমে ওই মহিলার শ্লীলতাহানি করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ১৯:৩১
Share:

প্রতীকী ছবি- শাটারস্টক।

ছাত্রের মাকে টানা আট মাস ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে এক বেসরকারি স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রথমে ওই মহিলার শ্লীলতাহানি করেছিল। বিষয়টি স্কুলে জানালে স্কুল থেকে তাঁর ছেলেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এর পর ওই মহিলাকে ব্ল্যাকমেল করা শুরু করেন শিক্ষক। ভয় দেখিয়ে চণ্ডীগড়ের বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন তাঁকে। সেখানে ধর্ষণ করতেন।

অভিযোগ জানানোর সময় পুলিশের কাছে কয়েকটি হোটেলের বিলও জমা দিয়েছিলেন তিনি। এই ধর্ষণের জেরে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে গর্ভপাত করানোর চাপ দিতে থাকেন ওই শিক্ষক। এর পর স্বামীকে অত্যাচারের কথা জানান ওই মহিলা। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: শুধু মানুষ নয়, কুকুরদেরও ছাড় দেয়নি দিল্লির হিংসা!

আরও পড়ুন: এক্স-রে করতেই তিন বছরের ছেলের গোপনাঙ্গ থেকে বের হল ১০টি সূচ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement