ব্যক্তিগত গোপনতা মৌলিক অধিকার। ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ন’সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতি এই রায় দেয়।
আরও পড়ুন
কোর্ট কেন, মৌলবিই তো আছেন, বলছে শহরের শিক্ষিত তরুণ সমাজ
গ্রামে ঘুরে দুর্নীতি রুখছেন দেশের কনিষ্ঠতম আইএএস
সুপ্রিম কোর্ট যা বলল:
• জীবন ও স্বাধীনতার অধিকারের সঙ্গে সহজাত ভাবে জড়িয়ে রয়েছে ব্যক্তির গোপনতা রক্ষার অধিকার।
• সংবিধানের ২১ নম্বর ধারায় জীবনধারণের ও স্বাধীনতার অধিকার রক্ষা করা হয়েছে। ফলে ওই ধারার সঙ্গে সহজাত ভাবে জড়িত ব্যক্তির গোপনতা রক্ষা অধিকারও মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
• সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহের খেহরের নেতৃত্বে নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চে অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি জে চেলমেশ্বর, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি আর কে অগ্রবাল, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এ এম সাপ্রে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল এবং বিচারপতি এস আব্দুল নাজির।
• ১৯৫৪ সালে সুপ্রিম কোর্টের আট সদস্যের সাংবিধানিক বেঞ্চে এম পি শর্মা মামলায় রায় দিয়েছিল, ব্যক্তিগত গোপনতা মৌলিক অধিকার নয়।
• ১৯৬২ সালে খরক সিংহ মামলায় একই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের ছয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ।
• এ দিন সুপ্রিম কোর্টের ন’সদস্যের বেঞ্চের রায়ের ফলে ওই দু’টি রায় খারিজ হয়ে গেল।
• গোপনীয়তার অধিকারের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ।
• আজকের রায়ের ফলে আধার আইনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেল। আজ এই রায়ের ভিত্তিতে ভবিষ্যতে আধার সংক্রান্ত নিয়মকানুনও নতুন করে বিচার্য হতে চলেছে।
(সবিস্তার আসছে)