প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
পরিবেশবান্ধব সুস্থায়ী উন্নয়নের জন্য ভারতের দায়বদ্ধতার কথা রিয়ো ডি জেনিরোর জি২০ সম্মেলনের শেষার্ধে তাঁর বক্তৃতায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ভারতে আবাসন থেকে শুরু করে শক্তি, জলসম্পদের মতো ক্ষেত্রগুলিতে তাঁর সরকার কী ভাবে উদ্যোগী হয়েছে। মোদীর কথায়, “পরিবেশ রক্ষার্থে আমরা সাংস্কৃতিক মূল্যবোধকে অনুসরণ করে চলি। প্যারিস চুক্তিতে আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল, তা আমরাই প্রথম সময়ের আগেই পূরণ করেছি। সেই সাফল্যের উপরে ভিত্তি করে পুনর্ব্যবহারযোগ্য শক্তিক্ষেত্রের মতো জায়গায় আরও বড় লক্ষ্যমাত্রা রেখে এগোচ্ছি। বাড়ির ছাদে-ছাদে সবচেয়ে বড় সৌরশক্তি যোজনা তৈরির লক্ষ্য তার বড় উদাহরণ।” কম আয়ের দেশগুলিকেও (গ্লোবাল সাউথ) কী ভাবে এই ক্ষেত্রগুলিতে ভারত সহায়তা করে চলেছে, তা-ও জানান মোদী।