Mecca on Foot

পদব্রজে মক্কা পাড়ি, সঙ্গে বৃক্ষরোপণ

প্রায় সাত মাস, ২১০ দিনের এই দীর্ঘ যাত্রাপথে প্রতিদিন ৮-১০টি করে ৮-১০ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা করেছেন।

সামসুল হুদা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০৭:৩২
Share:
হাফিজুল সর্দার।

হাফিজুল সর্দার। নিজস্ব চিত্র।

লক্ষ্য, বিশ্বশান্তি ও পরিবেশ রক্ষার বার্তা প্রচার। সেই বার্তা নিয়ে এ বার পায়ে হেঁটে সুদূর মক্কা পাড়ি দিচ্ছেন ক্যানিংয়ের যুবক। যাত্রাপথে প্রায় ৮-১০ হাজার গাছ লাগানোরও কথা তাঁর। ক্যানিং ২ ব্লকের তাম্বুলদহ ১ পঞ্চায়েতের বকুলতলা গ্রামের যুবক হাফিজুল সর্দার আজ, ২৭ এপ্রিল মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন। হাফিজুল তাঁর যাত্রাপথে দিল্লি, পঞ্জাব হয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান ও কুয়েত পেরিয়ে আরবে পৌঁছবেন। প্রায় সাত মাস, ২১০ দিনের এই দীর্ঘ যাত্রাপথে প্রতিদিন ৮-১০টি করে ৮-১০ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা করেছেন। হাফিজুল বলেন, ‘‘ শান্তি ও সবুজ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই আমার এই পদক্ষেপ।’’

হাফিজুলের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। তিনি বলেন, ‘‘আমার বিধানসভায় এলাকার ছেলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে মক্কা যাচ্ছেন, এটা খুবই আনন্দের বিষয়। আমি চাইব, ওঁকে অনুসরণ করে আরও অনেকে এ ভাবে এগিয়ে আসুন।’’ ক্যানিং ২ বিডিও সন্দীপ মিশ্র বলেন, ‘‘অত্যন্ত ভাল উদ্যোগ। বিশ্ব উষ্ণায়নের যুগে এ ভাবে পরিবেশ নিয়ে ভাবনায় প্রতিটি মানুষের এগিয়ে আসা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন