Politics

পরিবর্তনের পর পূর্ণাঙ্গ মোদী মন্ত্রিসভা

সুরেশ প্রভুর বদলে রেলমন্ত্রকের দায়িত্বে এলেন পীযূষ গয়াল। এক ঝলকে দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদীর পূর্ণাঙ্গ নতুন মন্ত্রিসভা।

Advertisement
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫১
Share:

২০১৯ সালের লোকসভা ভোটকে সামনে রেখেই মন্ত্রিসভায় ব্যপক রদবদল ঘটালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারও দায়িত্ব বাড়ল, কারও আবার কমল। ইন্দিরা গাধীঁর পর এই প্রথম দেশ পেল কোনও মহিলা প্রতিরক্ষা মন্ত্রী। সুরেশ প্রভুর বদলে রেলমন্ত্রকের দায়িত্বে এলেন পীযূষ গয়াল। এক ঝলকে দেখে নেওয়া যাক নরেন্দ্র মোদীর পূর্ণাঙ্গ নতুন মন্ত্রিসভা।

Advertisement

পূর্ণমন্ত্রী

রাজনাথ সিংহ— স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

সুষমা স্বরাজ— বিদেশমন্ত্রী

অরুণ জেটলি— অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী

নিতিন গডকড়ী— সড়ক পরিবহন, জাহাজ, নদী উন্নয়ন, গঙ্গা পুণরুজ্জীবন

আরও পড়ুন: রেলে পীযূষ, প্রতিরক্ষার দায়িত্বে নির্মলা, নতুন মন্ত্রী ৯ জন

সুরেশ প্রভু— বাণিজ্য

সদানন্দ গৌড়া— পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ

উমা ভারতী— পানীয় জল ও নিকাশি

রামবিলাস পাসোয়ান— উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন

মানেকা গাঁধী— নারী ও শিশু কল্যাণ

অনন্ত কুমার— সার ও রাসায়নিক এবং সংসদ বিষয়ক

রবিশঙ্কর প্রসাদ— আইন, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি

জে পি নাড্ডা— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

অশোক গজপতি রাজু— অসামরিক পরিবহন

অনন্ত গিতে— ভারী শিল্প

হরসিমরত কউর বাদল— খাদ্য প্রক্রিয়াকরণ

আরও পড়ুন: মোদীর বিরুদ্ধে সাংসদের তোপ

নরেন্দ্র সিংহ তোমর— খনি, পঞ্চায়েতি রাজ, গ্রামোন্নয়ন

চৌধুরি বীরেন্দ্র সিংহ— ইস্পাত

জুয়াল ওরাম— আদিবাসী বিষয়ক

রাধামোহন সিংহ— কৃষি ও কৃষক কল্যাণ

থবর চাঁদ গহলট— সামাজিক ন্যায় বিচার

স্মৃতি ইরানি— তথ্য ও সম্প্রচার, বস্ত্র

হর্ষবর্ধন— বিজ্ঞান-প্রযুক্তি, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, ভূ-বিজ্ঞান

প্রকাশ জাভড়েকর—মানব সম্পদ উন্নয়ন

ধর্মেন্দ্র প্রধান— প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, দক্ষতা বৃদ্ধি ও উদ্যোগ

পীযূষ গয়াল— রেল, কয়লা

নির্মলা সীতারামন— প্রতিরক্ষা

মুখতার আব্বাস নকভি— সংখ্যালঘু বিষয়ক

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

রাও ইন্দ্রজিৎ সিংহ—পরিকল্পনা, সার-রাসায়নিক

সন্তোষকুমার গাঙ্গোয়ার— শ্রম

শ্রীপদ নায়েক— আয়ুষ

জিতেন্দ্র সিংহ—পিএমও বিষয়ক, পরমাণু শক্তি

মহেশ শর্মা— সংস্কৃতি, পরিবশ, বন, জলবায়ু পরিবর্তন

গিরিরাজ সিংহ— ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প

মনোজ সিংহ— যোগাযোগ, রেল

রাজ্যবর্ধন সিংহ রঠৌর— ক্রীড়া

আর কে সিংহ— শক্তি

হরদীপ সিংহ পুরী— নগরোন্নয়ন

কে জে অ্যালফোন্স— পর্যটন

অন্যান্য প্রতিমন্ত্রীরা হলেন— বিজয় গয়াল, রাধাকৃষ্ণন পি, এস এস অহলুওয়ালিয়া, রমেশ চণ্ডাপ্পা জিগাজিনাগি, রামদাস আঠবলে, বিষ্ণুদেও সাই, রামকৃপাল যাদব, হংসরাজ আহির, হরিভাই চৌধুরি, রাজেন গোহাইঁ, ভি কে সিংহ, পুরুষোত্তম রূপালা, কৃষাণ পাল, জসবন্তসিন ভাভোর, শিবপ্রতাপ শুক্ল, অশ্বীনি চৌবে, সুদর্শন ভগত, উপেন্দ্র কুশওয়াহা, কিরেন রিজিজু, বীরেন্দ্র কুমার, অনন্ত হেগড়ে, এম জে আকবর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, ওয়াই এস চৌধুরি, জয়ন্ত সিনহা, বাবুল সুপ্রিয়, বিজয় সাম্পলা, অর্জুন রাম মেঘওয়াল, অজয় টামটা, কৃষ্ণ রাজ, মনসুখ মাণ্ডব্য, অনুপ্রিয়া পটেল, সি আর চৌধুরি, পি পি চৌধুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement