শরিকদের দাবি মেনে সংসদের বাদল অধিবেশনের আগে এনডিএ জোটের বৈঠক ডাকল বিজেপি। সোমবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবনে শরিকদের সঙ্গে কথা বলবেন বিজেপি নেতৃত্ব। তার পরে দলীয় বৈঠক হবে। নরেন্দ্র মোদী জমানায় এই প্রথম এনডিএ-র বৈঠক ডাকা হয়েছে। নরেন্দ্র মোদী জমানায় এনডিএ-র শরিকদের সঙ্গে বিজেপি আলোচনা করার প্রয়োজন বোধ করে না বলে অভিযোগ উঠেছে অনেক আগেই। গত কাল শিবসেনা স্পষ্টই জানায়, ক্ষমতার বাইরে থাকার সময়ে শিবসেনা ও অকালি দল বিজেপির সঙ্গে ছিল। কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে শরিকদের সঙ্গে আলোচনাই করা হয় না। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘সংসদের বর্ষাকালীন অধিবেশন যে সরকারের পক্ষে কঠিন হবে তা বোঝাই যাচ্ছে। আমাদের সঙ্গে কথা বললে যৌথ ভাবে কৌশল স্থির করা যেত।’’ কিন্তু ২০ জুলাই সর্বদলীয় বৈঠক ছাড়া অন্য কোনও প্রস্তাবিত বৈঠকের কথা শিবসেনার জানা নেই বলে মন্তব্য করেন রাউত।