Narendra Modi

‘২টি দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা আমাদের হাতে’, জাতির উদ্দেশে ভাষণে বললেন মোদী

করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে । স্বজনহারাদের সমবেদনা জানাই । ধৈর্য ধরে এগোতে হবে। বার্তা মোদীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২০:৪২
Share:

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। —নিজস্ব চিত্র।

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় পর্বে সংক্রমণের ঢেউ উঠেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনটাই টুইট করে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।

Advertisement

প্রধানমন্ত্রীর ভাষণ

• করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে

Advertisement

• স্বজনহারাদের সমবেদনা জানাই

• করোনার বিরুদ্ধে লড়ছে দেশ

• ধৈর্য ধরে এগোতে হবে

• দেশ দিনরাত কাজ করছে

• হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে

• গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পরিস্থিতি শোধরাবে

• দেশের ওষুধ শিল্প দ্রুত ওষুধ তৈরি করছে

• করোনা বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধ উৎপাদনও বাড়ানো হয়েছে।

• আমাদের বিজ্ঞানীরা টিকা তৈরি করেছে

• সবচেয়ে সস্তা টিকা তৈরি করেছে ভারত

• দেশের কোল্ড চেন ব্যবস্থা অনুকূলে

• ২টি দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা আমাদের হাতে আছে

• বিশ্বের সবচেয়ে সস্তা ভ্যাকসিন উৎপাদন করছে ভারত

• ১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা

• ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ

• দেশে করোনা পরীক্ষার জন্য পরীক্ষাগার, পিপিই কিট ছিল না

• কিন্তু আমরা এটা দ্রুত করেছি

• চিকিৎসকরা বেশি জীবন বাঁচাতে পেরেছেন

• অনুশাসন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা করোনা হারাব, এটা আশা করি

• দেশবাসী সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসুন

• যুবকরা নিজের নিজের এলাকায় কমিটি তৈরি করে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করুন, বার্তা মোদীর

• রাজ্য সরকারকেও পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে বলব । পরিযায়ী শ্রমিকরা কেউ শহর ছাড়বেন না

• খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বেরোবেন না

• দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে, বার্তা মোদীর

• লকডাউন এড়াতে সব ব্যবস্থা নেওয়া হবে

• রাজ্যগুলিকে অনুরোধ করব যেন তারা লকডাউনকে শেষ অস্ত্র হিসাবে প্রয়োগ করে, বললেন মোদী

প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত ৮টা ৪৫মিনিটে করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন।’

ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। করোনার টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গেও কথা বলেছেন তিনি। ১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা। ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ। সোমবারই এমন ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সোমবার কেন্দ্র আরও জানিয়েছে, প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং ৪৫ বছরের বেশি বয়সের নাগরিকদের টিকাকরণ চলবে আগের মতোই, কো-উইন অ্যাপের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement