প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নমো নব মত দাতা সম্মেলনে। ছবি: সংগৃহীত।
আসন্ন লোকসভা ভোটে দেশের যে তরুণ-তরুণীরা প্রথমবার ভোট দেবেন, তাঁদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ছিল জাতীয় ভোটার দিবস। সেই উপলক্ষ্যেই দেশের বিভিন্ন রাজ্যে ৫০০০-এরও বেশি কেন্দ্রে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই দেশের লক্ষ লক্ষ নতুন ভোটার ভার্চুয়াল মাধ্যমে মোদীর বক্তৃতা শোনেন। প্রধানমন্ত্রী এই নতুন ভোটারদের বুঝিয়ে বলেন, দেশের গড়ার ক্ষেত্রে তাঁদের গুরুত্ব কতখানি, দায়িত্বই বা কী কী।
এই প্রথম দেশের নতুন ভোটারদের সঙ্গে সরাসরি এ ভাবে যুক্ত হলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপির শাসক দল প্রথমবার ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে ১০ বছর। শাসক দল বিজেপি এই দশ বছরে দেশের তরুণ ভোটারদের নিয়ে এ ধরনের কোনও উদ্যোগ নেয়নি। অবশেষে লোকসভা নির্বাচনের তৃতীয় ‘পরীক্ষা’র আগে দেশের নব্য ভোটদাতেদের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানান ‘নমো নব মতদাতা সম্মেলনে’-এ যোগদানের জন্য। সেই আমন্ত্রণে সাড়াও দেয় তরুণ প্রজন্ম। মোদী তাঁদের যেমন তাঁদের দায়িত্ব বুঝিয়েছে দিয়েছেন, তেমনই দিয়েছেন কিছু বার্তা। রাজনীতিকদের একাংশ বলছে সেই বার্তার আড়ালে মোদী নিজের ‘মন কি বাত’ বা মনের কথাও বুঝিয়ে দিয়েছেন নতুন ভোটদাতাদের।
কী বলেছেন মোদী? দেশের প্রথমবারের ভোটারদের মোদী বলেছেন—
১. আপনারা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার অংশ হতে চলেছেন। আর আপনারা হলেন ভারতের অমৃত কালের ভোটার। দেশের পরবর্তী ২৫ বছরের ভবিষ্যৎ আপনাদেরই হাতে।
২. আপনাদের ভোটদানের ক্ষমতা প্রয়োগ করে দেশের ‘পরিবারতান্ত্রিক’ রাজনৈতিক দলগুলিকে ভোটে হারাতে হবে আপনাদের। আমাদের সরকার রাজতন্ত্র বা পরিবারতন্ত্রেক বিরোধী। কারণ আমরা মনে করি পরিবারতন্ত্র বা রাজতন্ত্র দেশকে শেষ করে দেয়।
৩. দেশ এখন কৃতিত্বের কথা বলে কেলেঙ্কারির নয়, সাফল্যের কথা বলে দুর্নীতির নয়। এর আগে ভারত বিশ্বের ভঙ্গুর অর্থনৈতিক দেশের তালিকায় প্রথম পাঁচে ছিল। আর এখন ভারতের নাম উঠে এসেছে বিশ্বের প্রথম পাঁচ বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায়। খুব শীঘ্রই প্রথম তিনে চলে আসবে ভারতের নাম। ভোট দেওয়ার সময় সে কথা মাথায় রাখবেন।
৪. ১০-১২ বছর আগে দেশের যা পরিস্থিতি ছিল, তা আগামী প্রজন্মের ভবিষ্যৎতে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। দেশে যখন সংখ্যাগরিষ্ঠের সরকার প্রতিষ্ঠিত হয়, তখন নীতি এবং সিদ্ধান্ত প্রণয়ণ অনেক সহজ হয়।
৫. বিদেশে এখন ভারতীয় পাসপোর্টকে সম্মানের সঙ্গে দেখা হয়।
৬. আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে ২০৪৭ সালে আপনারা নিজেদের নাম এক উন্নত দেশের নাগরিক হিসাবে দেখতে চান কি না।