গোন্ডায় পুলিশি তৎপরতা। ছবি: টুইটার থেকে নেওয়া।
ফের জমি বিবাদের জেরে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মন্দিরের পুরোহিত। রাজস্থানের করৌলির পরে এ বার উত্তরপ্রদেশের গোন্ডায়।
অভিযোগ, শনিবার রাতে ইটিয়া ঠোক গ্রামের রাম ঝাঁকি মন্দিরের পুরোহিত সম্রাট দাসকে গুলি করে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। রাতেই তাঁকে গোন্ডা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ডাক্তারদের পরামর্শে ১১৭ কিলোমিটার দূরে রাজধানী লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, গোন্ডা শহরের ২৫ কিলোমিটার দূরে মনোরমা নদীর তীরে অবস্থিত রাম ঝাঁকি মন্দিরের প্রায় ১০০ বিঘা সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় একটি দুষ্কৃতী চক্রের নজর ওই জমির উপর। তারা এর আগে জমি দখলের চেষ্টা করায় সম্রাট বাধা দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছিল।
আরও পড়ুন: ‘ধর্ষককে টিকিট’, অভিযোগ তুলে নিগৃহীত উত্তরপ্রদেশের কংগ্রেস নেত্রী
গোন্ডার পুলিশ সুপার শৈলেশকুমার পান্ডে রবিবার বলেন, ‘‘মন্দির চত্বরেই পুরোহিত সম্রাটকে গুলি করা হয়। তাঁর সঙ্গে মন্দিরের জমি নিয়ে অভিযুক্তদের পুরনো বিবাদ ছিল। এ বিষয়ে চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।’’ প্রসঙ্গত, মন্দিরের জমি নিয়ে বিবাদের জেরে গত বৃহস্পতিবার করৌলির বকনা গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত বাবুলাল বৈষ্ণবের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে খুন করেছিল স্থানীয় মীনা সম্প্রদায়ের দুষ্কৃতীরা।
আরও পড়ুন: মন্দিরের সম্পত্তি নিয়ে বিবাদ, গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হল পুরোহিতকে