National news

ধর্ষণের মামলা তুলে নিতে সন্ন্যাসিনীকে প্রস্তাব দিলেন যাজক!

অভিযোগ, বিশপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে নিগৃহীতা সন্ন্যাসিনীকেই আপোসের নিদান দেন তিনি! এমনই বিস্ফোরক অভিযোগ সামনে নিয়ে এলেন কেরলের কোট্টায়ামের সাইরো-মালাবার ক্যাথলিক চার্চের নিগৃহীতা সন্ন্যাসিনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১০:৩১
Share:

প্রতীকী ছবি।

এক সন্ন্যাসিনীকে ধর্ষণে অভিযুক্ত বিশপের বিরুদ্ধে মামলা তুলে নিতে ‘বিশেষ প্রস্তাব’ দেওয়ার অভিযোগ উঠল ওই চার্চেরই এক ধর্মযাজকের বিরুদ্ধে! অভিযোগ, বিশপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে নিগৃহীতা সন্ন্যাসিনীকেই আপোসের নিদান দেন তিনি! এমনই বিস্ফোরক অভিযোগ সামনে নিয়ে এলেন কেরলের কোট্টায়ামের সাইরো-মালাবার ক্যাথলিক চার্চের নিগৃহীতা সন্ন্যাসিনী।

Advertisement

পঞ্জাবের জালন্ধরের রোমান ক্যাথলিক ডায়সেসের অধীন ওই চার্চটি। চার্চের এক সন্ন্যাসিনী সম্প্রতি পুলিশে অভিযোগ করেন, দীর্ঘ চার বছর ধরে বিশপ তাঁর উপর যৌন নির্যাতন করছেন। একাধিকবার ধর্ষণও করা হয় তাঁকে। ওই সন্ন্যাসিনীর অভিযোগ, ২০১৪ সালের মে মাসে কুরাভিলাঙ্গারের একটি গেস্ট হাউসে প্রথমে তাঁকে ধর্ষণ করেন বিশপ। তিনি চার্চ কর্তৃপক্ষকে অভিযোগও জানান। কিন্তু চার্চ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেননি। তার পর বিভিন্ন সময়ে তাঁকে বিশপের যৌন হেনস্থার শিকার হতে হয়। সব মিলিয়ে মোট ১৩ বার তাঁকে ধর্ষণ ও যৌন হেনস্থার শিকার হতে হয়েছে, অভিযোগ সন্ন্যাসিনীর। চার্চের তরফে কোনও ন্যায় বিচারের আশ্বাস না পেয়ে মাস খানেক আগে তিনি পুলিশের দ্বারস্থ হন। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ওই সন্ন্যাসিনীর সঙ্গে দেখা করেছেন।

তখন বিশপও তাঁর বিরুদ্ধে পাল্টা ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সম্প্রতি বেশ কিছু কারণে ওই সন্ন্যাসিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন তিনি। তাঁকে অন্যত্র বদলির নির্দেশও দিয়েছেন। এর পর থেকেই তাঁকে ধর্ষণের অভিযোগে ফাঁসানোর হুমকি দিচ্ছিলেন সন্ন্যাসিনী এবং তাঁর পরিবার। এই ঘটনার তদন্ত চলছিল। পুলিশি তদন্তের মধ্যেই ফের রবিবার পুলিশের কাছে আরও ভয়ানক অভিযোগ করলেন সন্ন্যাসিনী।

Advertisement

আরও পড়ুন: ধর্ষক কে, ‘চিনতেই পারে না’ নাবালিকারা!

চার্চের বিরুদ্ধে অভিযোগ করে একটি অডিয়ো রেকর্ড পুলিশকে দেন তিনি। তাতে মামলা তুলে নেওয়ার পরিবর্তে নানা সুযোগ-সুবিধা ওই সন্ন্যাসিনীকে পাইয়ে দেওয়ার কথা স্পষ্ট বলতে শোনা যাচ্ছে এক ধর্মযাজককে। অডিয়োয় ধর্মযাজক বলছেন, ‘‘আমরা কিছু জায়গা কিনব, সেখানে কনভেন্ট বানানো হবে এবং আপনাদের সকলকে সেখানে সুরক্ষিতভাবে সরানো হবে। যৌন হেনস্থার অভিযোগ তুলে নিন।’’ তবে ধর্মযাজক সরাসরি নিগৃহীতাকে ফোনটা করেননি। পুলিশকে দেওয়া সন্ন্যাসিনীর বয়ান অনুযায়ী, এই ঘটনায় তাঁকে সমর্থন করেছেন এমন একজন সন্ন্যাসিনীকে ফোনে এসব বলেছেন ধর্মযাজক। তিনিও সরাসরি ধর্মযাজকের প্রস্তাব নাকচ করে দেন। ধর্মযাজককে পাল্টা সন্ন্যাসিনী বলেন, তাঁরা ন্যায় চান। এবং সেটা মর্যাদা ক্ষুণ্ণ করে নয়। এর পর ওই ধর্মযাজক তাঁকে হুমকি দেন বলে পুলিশকে জানান নিগৃহীতা সন্ন্যাসিনী।

আরও পড়ুন: বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্ন্যাসিনীর

সন্ন্যাসিনীর অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ। অডিয়ো রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। মধ্যস্থতাকারী ধর্মযাজকের পরিচয় জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement