ফাইল চিত্র।
দেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক রাজ্যে ক্রস ভোটিংয়ের ছবি প্রকাশ্যে এল। বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্হাকে সমর্থন জানালেও সমাজবাদী পার্টি, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) বেশ কয়েক জন বিধায়ক ভোট দিয়েছেন শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে। এমনটাই জানাচ্ছে সংবাদমাধ্যম।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বরেলির ভোজিপুরার সপা বিধায়ক শাহজিল ইসলাম দ্রৌপদীকে ভোট দিয়েছেন। অথচ অখিলেশ বাহিনী সমর্থন জানিয়েছে যশবন্তকে। গুজরাতে শরদ পওয়ারের দলের বিধায়ক এস জাদেজাও এনডিএ-র প্রার্থীকে ভোট দিয়েছেন।
উত্তরপ্রদেশ ও গুজরাতের পাশাপাশি ওড়িশা ও অসমেও ক্রস ভোটিংয়ের খবর পাওয়া গিয়েছে। ওড়িশার কংগ্রেস বিধায়ক মহম্মদ মোকিম দ্রৌপদীকে ভোট দিয়ে বলেছেন, ‘‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিবেকের কথা শুনেছি, তাই দ্রৌপদীকে ভোট দিয়েছি।’’
অন্য দিকে, এআইইউডিএফ বিধায়ক করিমুদ্দিন বারভুইয়া দাবি করেছেন যে, অসমের কংগ্রেস বিধায়করা ক্রস ভোটিং করেছেন। ২০ জনেরও কংগ্রেস বিধায়ক ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।