Prayagraj Murder Case

গৃহপ্রবেশের আগে উমেশ পাল খুনে অভিযুক্তের ঘনিষ্ঠের ৩ কোটির বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজ়ার!

প্রয়াগরাজ থেকে ১৫ কিলোমিটার দূরে অসরৌলী এলাকায় ২০০ বর্গ কিলোমিটার এলাকায় ৩ কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়িটি বানিয়েছিলেন মাসুক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১৫:২৪
Share:

আতিক-ঘনিষ্ঠের বিলাসবহুল বাড়ি। বুলডোজ়ার দিয়ে ভাঙার পর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

উমেশ পাল খুনে অভিযুক্ত আতিক আহমেদের আরও এক ঘনিষ্ঠ মাসুক উদ্দিনের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিল উত্তরপ্রদেশ সরকার। প্রয়াগরাজ থেকে ১৫ কিলোমিটার দূরে অসরৌলী এলাকায় ২০০ বর্গ কিলোমিটার জমির উপর ৩ কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়িটি বানিয়েছিলেন মাসুক। ১২ মার্চ গৃহপ্রবেশ ছিল। তার ৯ দিন আগে আগে, শুক্রবার বাড়িটি ভেঙে দেয় প্রশাসন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মাসুক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে। পুলিশ সূত্রের দাবি, আতিকের ঘনিষ্ঠদের মধ্যে এক জন মাসুক। আতিক যে গ্যাং চালান, তার টাকা জোগান দেন এই মাসুকই। এক সময় গ্রামপ্রধানও ছিলেন আতিকের এই ঘনিষ্ঠ ব্যক্তি।

অভিযোগ উঠেছে, যে জমির উপর মাসুক বাড়িটি নির্মাণ করেছেন, প্রশাসনের কাছ থেকে সে বিষয়ে কোনও অনুমতি নেননি। বাড়িটির নকশাও পাশ করানো হয়নি বলে অভিযোগ। সম্প্রতি নকশার জন্য আবেদন করলেও তা খারিজ করে দেওয়া হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। এই গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারতীয় বিমান বাহিনীর ট্রান্সমিশন এবং রাডার স্টেশন রয়েছে। এই কারণে ওই জমিতে বাড়ি তৈরি নিয়ে আপত্তি জানিয়েছিল বায়ুসেনাও। আর সে কারণেই প্রশাসন এই জমিতে বাড়ি তৈরির অনুমতি দেয়নি।

Advertisement

মাসুকের পরিবারের অভিযোগ, প্রশাসন তাদের উপর অত্যাচার করছে। নকশার জন্য আবেদন করার পরেও বুলডোজ়ার চালানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement