মুখ খুললেন মুলায়ম-পত্নী

প্রতীকও নামুক মাঠে, চান সাধনা

আগামিকালই উত্তরপ্রদেশের শেষ দফা ভোট। তার আগে যাদব পরিবারে কোন্দল নিয়ে ফের মুখ খুললেন মুলায়ম সিংহের দ্বিতীয় স্ত্রী সাধনা যাদব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৪:৩০
Share:

প্রতীক যাদব

আগামিকালই উত্তরপ্রদেশের শেষ দফা ভোট। তার আগে যাদব পরিবারে কোন্দল নিয়ে ফের মুখ খুললেন মুলায়ম সিংহের দ্বিতীয় স্ত্রী সাধনা যাদব। জানিয়ে দিলেন, অখিলেশকে তিনি মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন ঠিকই, তবে এ বার নিজের ছেলে প্রতীককেও রাজনীতিতে নিয়ে আসতে চান।

Advertisement

পরিবারে তুমুল লড়াইয়ের পরে দলের রাশ মুলায়ম-শিবপালের হাত থেকে চলে যেতেই সাধনা বলেছিলেন, অখিলেশ তাঁর চোখের মণি। আজও পরিবারের লড়াইয়ের পিছনে নিজের ভূমিকার কথা অস্বীকার করেন তিনি। মুলায়মের দ্বিতীয় স্ত্রী-র মন্তব্য, ‘‘আমি চাই সপা ভোটে জিতুক, মুখ্যমন্ত্রী হোক অখিলেশ।’’ সংবাদ মাধ্যমে সাধনার দাবি, অখিলেশকে তিনি সব সময়েই নিজের সন্তানের মতো দেখেছেন। আর অখিলেশও মুলায়ম ও তাঁকে অনেক সম্মান করে। যদিও সাধনার ক্ষোভ, ‘‘জানিনা, অখিলেশকে কারা ভুল বোঝাচ্ছে। পাঁচ বছর ধরে ওঁর সঙ্গে যত না কথা বলেছি, ১ জানুয়ারি থেকে তার থেকে কথা হয়েছে আমাদের।’’

সাধনা দাবি করেছেন, মুলায়ম তাঁকে রাজনীতিতে আসতে দেননি। পর্দার পিছন থেকেই দলের জন্য কাজ করেছেন তিনি। মুলায়মের স্ত্রী-র মন্তব্য, ‘‘এখনও রাজনীতিতে আসতে চাই না আমি। তবে আমার ছেলে প্রতীক রাজনীতিতে আসুক— সেটা চাইছি।’’ সাধনা বলেন, ‘‘অনেক অপমানিত হয়েছি। কিন্তু এ বার আমি আর পিছিয়ে আসতে চাইছি না।’’ মুলায়ম সিংহের সম্মানরক্ষার সওয়াল করেছেন তাঁর স্ত্রী-র মন্তব্য, ‘‘নেতাজি দলটাকে গড়ে তুলেছেন, বড় করেছেন। তাঁকে অসম্মান করার অধিকার কারও নেই।’’ মুলায়মের ভাই শিবপালকেও সার্টিফিকেট দিয়েছেন সাধনা। তাঁর মতে, ‘‘শিবপালের কোনও দোষ নেই। তিনি মুলায়ম সিংহ আর সপা-র জন্য অনেক কাজ করেছেন।’’

Advertisement

সাধনা এ দিন বলেন, ‘‘আমাদের পরিবারে যা হয়েছে, তা ভাবলে খারাপ লাগে, তবে কাউকে দোষ দিচ্ছি না। কখনো ভাবিনি অখিলেশ আলাদা হয়ে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement