National News

সিএএ-এনআরসি নিয়ে হিংসা কমাতে প্রশান্ত কিশোরের পরামর্শ

সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে দেশজোড়া প্রতিবাদ, বিক্ষোভ, হিংসার ঘটনায় উত্তরপ্রদেশ, কর্নাটক ও অসম-সহ বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতর জখম হয়েছেন পুলিশের লাঠি, গুলিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৯
Share:

জেডিইউ সহ-সভাপতি প্রশান্ত কিশোর। - ফাইল ছবি।

স‌ংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, হিংসা কমানোর দু’টি উপায় বাতলালেন সংযুক্ত জনতা দলের (জেডিইউ) সহ-সভাপতি প্রশান্ত কিশোর। রবিবার তিনি টুইটে লিখেছেন, ‘‘দু’টি উপায়ে এই হিংসা কমানো যেতে পারে। এক, সব মঞ্চে শান্তিপূর্ণ ভাবে বিরোধিতার মাধ্যমে। দুই, দেশের যে ১৬টি রাজ্যে অ-বিজেপি সরকার রয়েছে, সব না হলেও তাদের বেশির ভাগ মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করা দরকার, তাঁদের রাজ্যে ওই দু’টি আইন কার্যকর না হলেও অসুবিধা নেই।’’ প্রশান্ত কিশোরের দল জেডিইউ কেন্দ্রে এনডিএ-র শরিক।

Advertisement

সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে দেশজোড়া প্রতিবাদ, বিক্ষোভ, হিংসার ঘটনায় উত্তরপ্রদেশ, কর্নাটক ও অসম-সহ বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতর জখম হয়েছেন পুলিশের লাঠি, গুলিতে।

পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও বিহার সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ওই দু’টি আইন কার্যকর করা হবে না ওই পাঁচটি রাজ্যে।

Advertisement

২০১৪-য় কেন্দ্রে এনডিএ-র ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রশান্ত কিশোরের সংস্থা ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’র পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে অনেকেই মনে করেন।

সেই প্রশান্ত কিশোরই দিনকয়েক আগে তীব্র বিরোধিতা করেন সংশোধিত নাগরিকত্ব আইনের। বিহারে ওই আইন কার্যকর করা হলে তিনি দলের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন বলেও হুমকি দেন। তার পর বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউয়ের সভাপতি নীতীশ কুমার তাঁকে আশ্বস্ত করতে বলেন, ‘‘বিহারে ওই আইন কার্যকর হবে না।’’ পরে সংবাদমাধ্যমকেও একই কথা জানান বিহারের মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement