Pranab Mukherjee

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব, তবে বিপন্মুক্ত কিনা জানতে ৯৬ ঘণ্টা

আগামী ৯৬ ঘণ্টা প্রণববাবু  চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ১১:২৩
Share:

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে প্রাক্তন রাষ্ট্রপতি।—ফাইল চিত্র।

অস্ত্রোপচার হয়ে গিয়েছে রাতেই। সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেটরে রয়েছেন তিনি। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালে ভর্তি রয়েছেন তিনি। মঙ্গলবার সকালে প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় একথা জানান। আগামী ৯৬ ঘণ্টা প্রণববাবু চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন বলে জানা গিয়েছে।

Advertisement

রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। রক্তপাত না হলেও, সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তাঁর। বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা দেখা দেয়। তাই চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি হন। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

কিন্তু অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায়, প্রণববাবুর শরীরে দানা বেঁধেছে কোভিড। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয় তাঁর। তার পর ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। তিনি ডায়বিটিসের রোগী। তাই তাঁর উপর নজর রাখতে, সিমরন কাশ্যপের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রণববাবু পুরোপুরি বিপন্মুক্ত নন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: প্রণবের অস্ত্রোপচার, ধরা পড়ল করোনাও​

এ দিন সকালে সংবাদমাধ্যমে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘অস্ত্রোপচারের পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে আগামী চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন। এক ঘণ্টা অন্তর বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের এক জন করে সদস্য হাসপাতালে যাওয়ার অনুমতি পেয়েছেন।’’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা পরীক্ষা, সংক্রমণের হার নামল ৮ শতাংশের নীচে​

অন্য দিকে, প্রণব মুখোপাধ্যায়ের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ায়, তাঁর পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। গত এক সপ্তাহে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, গতকাল নিজেই তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর সুস্থতা কামনা করে ইতিমধ্যেই টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী-সহ অন্যান্যরা। প্রণববাবুর স্বাস্থ্যের খবর নিতে গতকাল হাসপাতালে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement