Business News

ফের কমছে পিপিএফ এবং স্বল্প সঞ্চয়ের সুদের হার

ফের টান পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। পয়লা এপ্রিল থেকে কমতে চলেছে পিপিএফ এবং স্বল্প সঞ্চয়ে সুদের হার। পিটিআই সূত্রে খবর, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), কিষান বিকাশ পত্র(কেভিপি), সুকন্যা সমৃদ্ধি-তেও এপ্রিলের প্রথম দিন থেকেই ০.১ শতাংশ কমবে সুদের হার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৩:৫২
Share:

ফের টান পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। পয়লা এপ্রিল থেকে কমতে চলেছে পিপিএফ এবং স্বল্প সঞ্চয়ে সুদের হার। পিটিআই সূত্রে খবর, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), কিষান বিকাশ পত্র(কেভিপি), সুকন্যা সমৃদ্ধি-তেও এপ্রিলের প্রথম দিন থেকেই ০.১ শতাংশ কমবে সুদের হার।

Advertisement

সুদ কমার ফলে নয়া অর্থবর্ষ থেকে পিপিএফ-এর সুদের হার ৮ শতাংশ থেকে কমে হবে ৭.৯ শতাংশ, কেভিপি-র সুদের হার দাঁড়াবে ৭.৬ শতাংশ। অন্য দিকে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন প্রকল্প এবং পাঁচ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার কমে দাঁড়াচ্ছে যথাক্রমে ৮.৪ শতাংশ এবং ৭.৯ শতাংশ।

আরও পড়ুন: অ্যাকাউন্টে ন্যূনতম টাকা আছে তো? নইলে কাল থেকে গুনতে হবে জরিমানা

Advertisement

কিছুদিন আগেই অবশ্য সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, স্বল্প সঞ্চয়ে সুদ ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত আসলে সংস্কারেরই অঙ্গ। পাশাপাশি সরকারের যুক্তি ছিল, সরকারি ঋণপত্রের রিটার্নের তুলনায় বেশি হারে স্বল্প সঞ্চয়ে যে সুদ দেওয়া হয়, তা আসলে ঘুরপথে ভর্তুকিরই সামিল। ফলে সুদ ছাঁটাই করে আসলে ভর্তুকির বোঝাই কমাতে চাইছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement