এই ঠেলাগাড়ি থেকে উদ্ধার বোমা (চিহ্নিত)। গুয়াহাটি স্টেশনের বাইরে। নিজস্ব চিত্র।
শুক্রবার সকাল তখন সাড়ে ১১টা। গুয়াহাটি স্টেশনের বাইরে একটি ঠেলাগাড়িতে অনেক ক্ষণ ধরেই একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েক জন। ঠেলা ও ব্যাগের মালিকের খোঁজাখুঁজি করে যখন কাউকে পাওয়া যায়নি, তখনই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে। স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যেই বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রেলপুলিশ আসে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও।
আরও পড়ুন: দিল্লির পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির অভিযোগ করে বরখাস্ত মহিলা
আরও পড়ুন: ‘হাই স্পিড রেস’ কেড়ে নিল যুবকের প্রাণ
পুলিশ কোনও রকম ঝুঁকি নিতে চায়নি। স্টেশন চত্বর খালি করে দেয় তারা। কিছু ক্ষণ পরে বম্ব স্কোয়াড এসে ব্যাগটিকে তুলে নিয়ে যায় লালমাটি এলাকার একটি জঙ্গলে। ব্যাগটি খোলার পর দেখা যায় তার মধ্যে আট থেকে ১০ কেজি মতো ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে। গুয়াহাটির পুলিশ কমিশনার হীরেন নাথও জানান, ব্যাগের মধ্যে থেকে আইইডি উদ্ধার হয়েছে। জঙ্গলের একটি ফাঁকা জায়গায় উদ্ধার হওয়া আইইডি-র বিস্ফোরণ ঘটানো হয়।
তবে কে বা কারা ওখানে এই বিস্ফোরক রেখেছিল, তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তাতে বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল বলে মনে করছে পুলিশ।