মুম্বই বিমানবন্দরে এর আগেও মাদক উদ্ধার করা হয়েছিল। প্রতীকী ছবি।
বিদেশ থেকে কোটি টাকার মাদক পাচার করে ভারতে আনা হয়েছিল। বিমানবন্দরে তল্লাশির সময় পর্দাফাঁস হল পাচার কারবারের। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। পোল্যান্ডের এক নাগরিককে গ্রেফতার করেছে সিবিআই।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইথিওপিয়া হয়ে জিম্বাবোয়ে থেকে ওই ব্যক্তি মাদক পাচার করে মুম্বইয়ে এনেছিলেন। ধৃত ব্যক্তির নাম জাসিঙ্কি আন্দ্রেজেজ। সোমবার মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। প্রসঙ্গত, এর আগেও মুম্বই বিমানবন্দরে মাদক উদ্ধার করা হয়েছিল। গত মাসেই আফ্রিকা থেকে ১৬ কেজি মাদক ভারতে আনা হচ্ছিল। মালাউই থেকে আসা এক যাত্রীর ট্রলি ব্যাগে মাদক পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছিল ওই যাত্রীকে। গত অগস্ট মাসেও মুম্বই বিমানবন্দর থেকে মাদক উদ্ধার করা হয়েছিল। সে বার এক মহিলার টাকা রাখার ব্যাগ থেকে ৫০০ গ্রাম কোকেন পাওয়া যায়। যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা।