শ্রীনগরে সংঘর্ষ, হত পুলিশকর্মী

খাস শ্রীনগরের বাটামালু এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন এক পুলিশকর্মী। আহত হয়েছেন চার জওয়ান ও এক স্থানীয় বাসিন্দা। দুই জঙ্গিকে পাকড়াও করেছে বাহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৪:৪৫
Share:

স্বজনহারা: বাটামালুতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত কনস্টেবল পারভেজ় আহমেদের শেষকৃত্যে তাঁর ভাইকে সান্ত্বনা দিচ্ছেন এক প্রশাসনিক কর্তা। রবিবার শ্রীনগরে। ছবি: পিটিআই।

খাস শ্রীনগরের বাটামালু এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন এক পুলিশকর্মী। আহত হয়েছেন চার জওয়ান ও এক স্থানীয় বাসিন্দা। দুই জঙ্গিকে পাকড়াও করেছে বাহিনী।

Advertisement

জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি মুনির খান জানিয়েছেন, আজ ভোরে বাটামালুর দিয়ারওয়ানি এলাকায় জঙ্গি গতিবিধির খবর পেয়ে অভিযানে নামে বাহিনী। যে বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল জওয়ানেরা সেটি ঘিরে ফেলেন। তার পরেই গ্রেনেড ছো়ড়ে জঙ্গিরা। শুরু করে গুলিবৃষ্টিও। মুনিরের কথায়, ‘‘ওই এলাকায় বাড়িগুলি একেবারে পাশাপাশি। সাধারণ মানুষের ক্ষতি এড়াতে খুব সাবধানে অভিযান চালাতে হয়েছে।’’

সংঘর্ষে পারভেজ় আহমেদ নামে জম্মু-কাশ্মীর পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জওয়ান ও বাড়িটির মালিক নিয়াজ আহমেদ বাট।

Advertisement

মুনির জানিয়েছেন, ওই বাড়িটিতে পাঁচ জঙ্গি ছিল। বাহিনীর পাল্টা গুলিতে তাদের মধ্যে দু’জন আহত হয়েছে। তিন জঙ্গি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। দু’জনকে পাকড়াও করেছে বাহিনী। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ফের অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের দুই সহযোগীকেও আটক করেছে পুলিশ। পরে শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুল চত্বরে নিহত কনস্টেবলের দেহে মালা দেন প্রশাসন ও বাহিনীর কর্তারা। সংঘর্ষের জেরে শ্রীনগরে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট।

অন্য দিকে আজ বাদগামের টোসামাইডান এলাকায় পড়ে থাকা শেল ফেটে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শেল ফেটে তিন জন আহত হন। তাঁদের সৌরা এলাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওয়াজ়িদ বশির আহাঙ্গার নামে গুরুতর আহত এক যুবক মারা গিয়েছেন। ওই এলাকায় পড়ে থাকা শেল বা অন্য বিস্ফোরকের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা যাতে পড়ে থাকা কোনও বস্তু নিয়ে নাড়াচাড়া না করেন সে জন্য প্রতি গ্রামের মসজিদ থেকে প্রচার চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement