Uttar Pradesh

Viral: খালি পায়ে ঠেলাগাড়ি নিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ, চটি কিনে দিলেন পুলিশকর্মী!

ঘটনাটি উত্তরপ্রদেশের বলে জানা গিয়েছে। কিন্তু ওই পুলিশকর্মী কে, তাঁর পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৩:৩১
Share:

পুলিশকর্মীর মানবিক রূপ। ছবি সৌজন্য টুইটার।

তাঁকে প্রায় দিনই খালি পায়ে ঠেলাগাড়ি নিয়ে যেতে দেখতেন। বৃদ্ধকে দেখে বড্ড কষ্ট হয়েছিল এক পুলিশকর্মীর। বিন্দুমাত্র অপেক্ষা করেননি তিনি। দিনের কাজ শেষে সোজা জুতোর দোকানে গিয়েছিলেন। একজোড়া চটি কিনে আনেন।

Advertisement

পর দিন সকালে যখন ওই বৃদ্ধকে ঠেলাগাড়ি নিয়ে আসতে দেখেন কনস্টেবল, তাঁকে দাঁড় করান। তার পর কিনে আনা সেই নতুন চটি বৃদ্ধকে উপহার দেন তিনি। চটি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বৃদ্ধ। ওই পুলিশকর্মীকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেন সেখান থেকে।

ঘটনাটি উত্তরপ্রদেশের বলে জানা গিয়েছে। কিন্তু ওই পুলিশকর্মী কে, তাঁর পরিচয় পাওয়া যায়নি। ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন উত্তরপ্রদেশেরই এক পুলিশ আধিকারিক শিবাঙ্গ শেখর গোস্বামী।

Advertisement

অপরাধীদের ধরার পাশাপাশি পুলিশের এই মানবিক রূপ অনেক ক্ষেত্রেই দেখা যায়। আরও এক বার দেখল গোটা দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement