Illegal Bangladeshi Immigrants

চোরাপথে সীমান্ত পেরিয়ে দিল্লিতে বাস, সাত অবৈধ অভিবাসীকে ধরে ফেরত পাঠানো হল বাংলাদেশে

বাংলাদেশ থেকে অবৈধ ভাবে প্রবেশ করে ভারতে বসবাসের অভিযোগ সাত বাংলাদেশির বিরুদ্ধে। শনিবার তাঁদের আটক করে দিল্লি পুলিশ। রবিবার পুলিশ জানিয়েছে, তাঁদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২১:২৩
Share:

দিল্লির রাস্তায় পুলিশের নজরদারি। —ফাইল চিত্র।

বাংলাদেশ থেকে এসে অবৈধ ভাবে ভারতে বসবাস করার অভিযোগে দিল্লি এবং মহারাষ্ট্রে লাগাতার ধরপাকড় শুরু হয়েছে। দক্ষিণ দিল্লি থেকে অন্তত সাত জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। রবিবার এ কথা জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) অঙ্কিত চৌহান শনিবার জানান, অর্জনগড় মেট্রো স্টেশনের কাছে সাত জন বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচ জন মহিলা ছিলেন। কোথাও অবৈধ অভিবাসী রয়েছেন কি না, তা যাচাই করতে দিল্লির বিভিন্ন বস্তি এবং শ্রমিক কলোনীতে সম্প্রতি বেশ কয়েকটি অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সেই রকমই একটি অভিযানের সময় পুলিশের হাতে ধরা পড়েন সাত বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, ভারতে থাকার মতো কোনও বৈধ নথি তাঁরা দেখাতে পারেননি।

দিল্লি দক্ষিণের ডিসিপি জানান, পুলিশি জেরার সময়ে ধৃতেরা স্বীকার করেন তাঁরা বেআইনি ভাবে সীমান্ত পার করে এ দেশে প্রবেশ করেন। তার পরে গুরুগ্রামের রাজীব নগরের কাছে বসবাস শুরু করেছিলেন। ধৃতদের মোবাইল থেকে পাওয়া তথ্য এবং অন্য নথিপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয় তাঁরা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। এর পর শনিবারই তাঁদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী পদক্ষেপের জন্য।

Advertisement

দিল্লিতে অবৈধ অভিবাসী রয়েছেন কি না, তা খুঁজে বার করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। এর পরেই থেকে পুলিশের তৎপরতা শুরু হয়ে যায় দিল্লি জুড়ে। দিল্লির কোথায় কত বাংলাদেশি অবৈধ ভাবে বসবাস শুরু করেছেন, তা খোঁজা শুরু হয় বিশেষ পুলিশি অভিযান। দিল্লির বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করে সেই দল। কোথাও কোনও অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া শুরু করে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, দিল্লিতে প্রায় ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠে আসে। তবে সম্প্রতি দিল্লি, মহারাষ্ট্র থেকেও পুলিশি অভিযানে ধরা পড়ছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীরা। তাঁদের থেকে পাওয়া যাচ্ছে জাল নথিপত্র। পুলিশের সন্দেহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নথি জাল করার একটি চক্র সক্রিয় রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement