Bullet

কড়াইয়ে গুলি সেঁকছিল পুলিশ! সেখান থেকে বিস্ফোরণ, কোচিতে উড়ল পুলিশক্যাম্প

প্রসঙ্গত, গত ১০ মার্চ আচমকাই বিস্ফোরণ হয় কোচি পুলিশের ত্রিপুনিথুরা পুলিশশিবিরে। কী ভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশের একটি দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:০৩
Share:
গুলি সেঁকতে গিয়ে বিপত্তি। প্রতীকী ছবি।

গুলি সেঁকতে গিয়ে বিপত্তি। প্রতীকী ছবি।

কী ভাবে বিস্ফোরণ হল কোচি সিটি পুলিশের আর্মড রিজ়ার্ভ ক্যাম্পে? তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

Advertisement

প্রসঙ্গত, গত ১০ মার্চ আচমকাই বিস্ফোরণ হয় কোচি পুলিশের ত্রিপুনিথুরা পুলিশ শিবিরে। কী ভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, বাহিনীর গোলাবারুদ শাখার দায়িত্বে যে আধিকারিক ছিলেন, তাঁর গাফিলতিতেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে।

পুলিশ কমিশনার পুত্তা বিমলাদিত্য জানিয়েছেন, সাব-ইনস্পেক্টর মর্যাদার এক আধিকারিক গুলি পরীক্ষা করে দেখছিলেন। শিবিরের অস্ত্রাগারে মরচে ধরা বেশ কিছু গুলি চোখে পড়ে তাঁর। সূত্রের খবর, ওই এসআই মরচে ধরা গুলি ঠিক আছে কি না তা দেখার জন্য কড়াইয়ে রেখে সেঁকা শুরু করেন। আর তার জেরেই বিস্ফোরণ হয় পুলিশ শিবিরে। সেই ঘটনায় পুলিশ শিবিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে এমন ঘটনা যে ঘটতে পারে, তা কারও ধারণাতেই আসেনি বলে পুলিশের একটি সূত্রের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement