নিহত ফারুক।
দিন কয়েকের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেক্টর ফারুক আহমেদ মির। শুক্রবার রাতে বাড়ির পাশের চাষের জমি থেকে উদ্ধার হল তাঁর গুলিবিদ্ধ দেহ।
পুলওয়ামা জেলার পম্পোরের এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ফারুক তাঁর সাম্বোরা গ্রামের বাড়ির অদূরে চাষের জমিতে কাজ করছিলেন। সে সময় কয়েক জন জঙ্গি তাঁকে গুলি করে খুন করে।
জম্মু ও কাশ্মীরের ‘ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ’ (আইআরপি) ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর ফারুককে আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও স্থানীয় সূত্রের খবর। কাশ্মীরে সম্প্রতি বেশ কয়েক জন পুলিশও সেনাকর্মীকে খুন করেছে জঙ্গিরা। উপত্যকার যুবকদের সেনা ও পুলিশে যোগদানের প্রবণতা আটকানোই এই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। মে মাসে শ্রীনগরের আলি জান রোড এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম হাসান দারকে গুলি করে খুন করা হয়েছিল।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।