অস্ত্রোপচারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। প্রতীকী ছবি।
অস্ত্রোপচার করলেন কিনা ওষুধের দোকানের মালিক! পরিণতি হল ভয়ঙ্কর। অস্ত্রোপচারের পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী। ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার খেজুরি গ্রামের। বৃহস্পতিবার ওষুধের দোকানের মালিককে আটক করেছে পুলিশ।
খেজুরি থানার পুলিশ জানিয়েছে, হাইড্রোসিলে ভুগছিলেন মুন্না গুপ্তা নামে এক ব্যক্তি। অভিযোগ, বুধবার মুন্নার অস্ত্রোপচার করেন এলাকার ওষুধের দোকানের মালিক এ রহমান। অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে মুন্নার। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পুত্র। সেই অভিযোগের ভিত্তিতে ওষুধ দোকানের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওষুধের দোকানের মালিক কী ভাবে অস্ত্রোপচার করলেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। চিকিৎসকের কাছে না গিয়ে কেন ওষুধের দোকানের মালিকের উপর ভরসা করেছিলেন ওই ব্যক্তি, তা-ও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।