বাঁদরকে আম খাওয়াচ্ছেন মোহিত। ছবি সৌজন্য টুইটার।
চোর, ডাকাতের মতো অপরাধীদের নিয়ে যাদের দিনের বেশির ভাগ সময়টাই কেটে যায়, সেখানে ব্যতিক্রমী একটি ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। হাতে বন্দুক বা লাঠি নয়, অপরাধী ধরার কোনও ব্যস্ততা নেই। খাকি উর্দিতেই অন্য ভূমিকায় দেখা গেল শাহজাহানপুরের এক কনস্টেবলকে। তাঁর ভূমিকায় প্রশংসার বন্যা বইছে।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে খাকি পোশাকে গাড়িতে বসে রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল মোহিত। তাঁর হাতে একটি পাকা আম। আর তাঁর কাছাকাছি বসে রয়েছে খুদে এক ‘অতিথি’। আর সেই ‘অতিথি’ কোনও মানুষ নয়, একটি মা বাঁদর। পিঠে তার সন্তান। সেই বাঁদরটিকেই আম কেটে কেটে খাওয়াচ্ছেন মোহিত। যে দৃশ্য সকলের মন ছুঁয়েছে।
ভিডিয়োটি উত্তরপ্রদেশ পুলিশ তাদের অফিসিয়াল টুইটারে প্রকাশ করেছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।