যোগীরাজ্যে গোহত্যা! ‘একঘরে’ করার ডাক দিল পুলিশ

গোরক্ষরদের হাতে এক পুলিশ ইন্সপেক্টর খুনের ঘটনার দু’সপ্তাহের মাথায় বুলন্দশহরে গোহত্যাকারীদের বয়কট করার নির্দেশ দিল পুলিশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

লখনউ শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০২:১৭
Share:

বুলন্দশহরে সে দিনের হিংসা। ফাইল চিত্র। নিহত পুলিশ আধিকারিক সুবোধ কুমার সিংহ (ইনসেটে)।

গোরক্ষকদের হাতে এক পুলিশ ইন্সপেক্টর খুনের ঘটনার দু’সপ্তাহের মাথায় বুলন্দশহরে গোহত্যাকারীদের বয়কট করার নির্দেশ দিল পুলিশ।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের শহরটিতে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় পুলিশকে বলতে শোনা গিয়েছে, ‘‘আজ থেকে গ্রামে বা আশপাশে কোথাও গোহত্যা হতে দেওয়া যাবে না। কেউ গোহত্যা করলে তাঁকে পুলিশে দেবেন বা সামাজিক ভাবে একঘরে করে দেবেন।’’ ভিডিয়োটি প্রকাশ্যে আসতে সমালোচনার মুখে পড়ে যোগী আদিত্যনাথের পুলিশ। গত ৩ ডিসেম্বর জঙ্গলে গোরুর মাংস পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে বুলন্দশহরে খণ্ডযুদ্ধ বাধে জনতা ও পুলিশের। সেই সময়ে গুলিতে মৃত্যু হয় সুবোধ কুমার সিংহ নামে এক পুলিশ অফিসার ও এক যুবকের। বিরোধীরা বলছেন, সেই ঘটনার পর পরই গোহত্যাকারীদের বিরুদ্ধে যোগীর পুলিশের এই ফরমান আরও খেপিয়ে তুলতে পারে জনতাকে। যদিও যোগী সম্প্রতি বলেছেন, ‘‘উত্তরপ্রদেশের কোনও গণপিটুনির ঘটনা হয়নি। বুলন্দশহরে যা হয়েছে তা একটি দুর্ঘটনা।’’

হিমাচলে আবার গোরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন অনিরুদ্ধ সিংহ নামে এক কংগ্রেস বিধায়ক। বিজেপি তাতে সমর্থন জানিয়েছে। বিধানসভায় প্রস্তাবটি পাশ হয়ে যাওয়ার পরে এ বার তা কেন্দ্রের কাছে

Advertisement

পাঠানো হবে। গোরুকে প্রথম রাষ্ট্রমাতা ঘোষণার দাবি তুলেছিল আর এক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড।

আরও পড়ুন: সন্দেহ নেই রাফালে, বলল সুপ্রিম কোর্ট

পশুসুরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গোরুদের জন্য রাজ্যে অভয়ারণ্য বানাবে সরকার। সিরমৌরে একটি অভয়ারণ্যের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement