সঞ্জয় রাউত ও তাঁর স্ত্রী। ফাইল চিত্র।
পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ (পিএমসি) ব্যাঙ্ক কেলেঙ্কারি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)।
সূত্রের খবর, আগামী ২৯ ডিসেম্বর বর্ষাকে তাদের সামনে হাজির হতে বলেছে ইডি। ওই দিন তাঁকে আর্থিক তছরুপের মামলায় জেরা করা হতে পারে। এই নিয়ে তৃতীয় বার বর্যাকে ডেকে পাঠাল ইডি। এর আগে দু’বার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি।
কেউ যদি পর পর তিনটি তলব এড়িয়ে যান, তখন ইডি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। আইনি বিষয়টি এড়াতে বর্ষা এই তলবে হাজিরা দিতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্ত্রীকে ইডির তলবের পরই সঞ্জয় টুইট করে বলেন, ‘কার কত দম আছে দেখে নেব’।
বর্ষাকে ইডি তলব করতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা কিরিত সোমাইয়া বলেন, “এই তছরুপের সঙ্গে তাঁদের পরিবার জড়িত কিনা তা ব্যাখ্যা করা উচিত সঞ্জয় এবং তাঁর স্ত্রীর। বিষয়টি প্রকাশ্যে আসা দরকার।” কংগ্রেস নেতা শচীন সবন্ত আবার অভিযোগ তুলেছেন, মহারাষ্ট্রের মহা বিকাশ অঘরি সরকারের মধ্যে অস্থিরতা তৈরি করতেই এ ধরনের ষড়যন্ত্র করছে বিজেপি।
গত বছরের সেপ্টেম্বরে পিএমসি-তে ৪,৩৫৫ কোটি টাকার তছরুপের বিষয়টি সামনে আসে। তার পরই রিজার্ভ ব্যাঙ্ক পিএমসি-র সমস্ত আর্থিক লেনদেনে স্থগিতাদেশ দেয়।