প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মালা গলায় রাবেশ। ছবি: চন্দন পাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে কোনও সমস্যার কথা বলেননি। চেয়ে বসেছিলেন তাঁকে পরানো গলার মালাটি। স্বপ্নেও ভাবেননি, সেই মালা তাঁকে উপহার দেবেন প্রধানমন্ত্রী। মোদীর সেই মালা এখন ধানবাদের ইঞ্জিনিয়ারিং ছাত্রের গলায়!
গত মাসে পঞ্চায়েতি রাজ দিবসে মধ্যপ্রদেশের মান্ডালায় সভা ছিল প্রধানমন্ত্রীর। ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাইনসের আইআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাবেশকুমার সিংহ হোস্টেলে বসে অনলাইনে তা দেখছিলেন। রাবেশের নজরে পড়ে ভাষণ শুরুর আগে প্রধানমন্ত্রীকে অনেক কিছু উপহারের সঙ্গে একটি লম্বা সোনালি মালা পরিয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। দেখেই চোখে লেগে যায় রাবেশের। টুইট করে বসেন, ‘‘প্রধানমন্ত্রীজি, পঞ্চায়েতিরাজ নিয়ে আপনার ভাষণে আমি মুগ্ধ। ওখানে যে মালাটি আপনি উপহার পেয়েছেন, সেটি আমার খুব পছন্দ হয়েছে। ওটা কি পেতে পারি?’’
ধানবাদ থেকে টেলিফোনে রাবেশ বললেন, “খুব সম্ভবত ওটা মধ্যপ্রদেশের আদিবাসীদের তৈরি। খুব পছন্দ হয়ে গিয়েছিল। তাই অনেক ভেবে টুইট করে চেয়েই বসলাম মালাটি। ভেবেছিলাম উত্তর পাব না। তাই কোনও আশা না রেখেই টুইট করেছিলাম।” কে জানত, সত্যিই এক দুপুরে তাঁর মোবাইলে ফোন আসবে প্রধানমন্ত্রীর দফতর থেকে! রাবেশ বলেন, “প্রধানমন্ত্রীর দফতর থেকে জানতে চাওয়া হয়, আমি প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মালা চেয়েছি কি না। প্রথমে খুব ভয় পেয়ে যাই। কিন্তু ওরা আমাকে অবাক করে বলে, খুব শীঘ্রই আমার ঠিকানায় সেই মালা পৌঁছে যাবে।” কয়েক দিন পরে ডাকে একটি বাক্স এসে পৌঁছায়। রাবেশের কথায়, “বাক্স খুলে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। দেখি প্রধানমন্ত্রীর ওই মালা! সঙ্গে প্রধামন্ত্রীর চিঠিও!”
প্রধানমন্ত্রীর মালা পরে কি এখন সব সময় ঘুরে বেড়াচ্ছেন? রাবেশের লাজুক উত্তর, “বন্ধুবান্ধব সবাইকে দেখিয়েছি। মালা পরে ছবিও তুলেছি। সোশ্যাল মি়ডিয়াতেও দিয়েছি সেই ছবি। এখন যত্ন করে তুলে রেখেছি। মাঝেমধ্যে পরি।”