তেজবাহাদুরের অভিযোগের বিস্তারিত তথ্য চেয়ে পাঠাল প্রধানমন্ত্রীর দফতর

নিয়মভঙ্গের অপরাধে হয়তো তাঁকে শাস্তির মুখে পড়তে হবে! কিন্তু তাঁর চেষ্টা মোটেই ব্যার্থ হয়নি। আগেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এ বার বিএসএফ জওয়ান তেজবাহাদুরের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠাল প্রধানমন্ত্রীর দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ১৬:৪৯
Share:

তেজবাহাদুর।

নিয়মভঙ্গের অপরাধে হয়তো তাঁকে শাস্তির মুখে পড়তে হবে! কিন্তু তাঁর চেষ্টা মোটেই ব্যার্থ হয়নি। আগেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এ বার বিএসএফ জওয়ান তেজবাহাদুরের অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠাল প্রধানমন্ত্রীর দফতর। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে৷

Advertisement

সীমান্ত সুরক্ষা বাহিনীর ২৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান তেজবাহাদুর গত ৮ জানুয়ারি একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সেই ভিডিওয় উত্তাল হয়ে ওঠে। আলোচনা-সমালোচনার ঝড় ওঠে দেশের বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার ১২ ঘণ্টার মধ্যে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা থেকে সরিয়ে দেওয়া হয় ওই তেজবাহাদুরকে। বিএসএফের তরফে জানানো হয়, ২০ বছরের চাকরি জীবনে নিয়ম ভাঙার অপরাধে চার বার শাস্তি পেয়েছেন তেজবাহাদুর। কোর্ট মার্শালের ফলে এক বার ৮৯ দিন জেলও খাটতে হয়েছে তাঁকে। কিন্তু তেজবাহাদুরের বিরুদ্ধে বিএসএফ যা-ই অভিযোগ আনুক না কেন ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের নজড় কেড়েছে তাঁর পোস্ট করা ভিডিওটি। কারণ, এই ভিডিওয় বিএসএফ কর্তাদের বিরুদ্ধে সরকারি রেশন বাইরে বিক্রি করে দেওয়ার মতো সাংঘাতিক অভিযোগ এনেছেন তেজবাহাদুর। ভিডিওয় খুব অল্প পরিমাণ এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এনেছিলেন তিনি। এই ভিডিওয় তেজবাহাদুর জানান, সকালে শুধু চা দিয়ে একটি মাত্র রুটি এবং টানা দশ ঘণ্টা সীমান্ত প্রহরার পর শুধু হলুদ আর নুন দিয়ে তৈরি ‘ডাল’ আর পোড়া রুটিই জুটত তাঁদের।

আরও পড়ুন...
জওয়ানের ভিডিও নালিশ, খাবারের সমস্যা মানছে কেন্দ্র

Advertisement

তেজবাহাদুরের পরে এ বার ‘বোমা’ সিআরপিএফ জওয়ানের

তেজবাহাদুরের মতোই আর এক জওয়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে লেখা প্রায় ন’ পাতার চিঠিতে অনির্দিষ্ট এবং দীর্ঘ কাজের সময়, নিম্নমানের খাবার-সহ একাধিক বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement