maan ki baat

নারীশক্তির উত্থানই দেশের অগ্রগতির প্রাণবায়ু, ৯৯তম ‘মন কি বাত’-এ বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’-এ বলেন, ‘‘বিশ্বের দরবারে ভারতের উত্থানের প্রাণবায়ু হল দেশের জাগ্রত নারীশক্তি। তাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের সকলের কর্তব্য।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৫:০৩
Share:

৯৯তম ‘মন কি বাত’-এ নারীশক্তির উত্থানের কথা প্রধানমন্ত্রীর গলায়। — ফাইল ছবি।

৯৯তম ‘মন কি বাত’ পরিবেশন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথায় উঠে এল ভারতের নারীশক্তির বৃত্তান্ত। পাশাপাশি অঙ্গদান নিয়েও তাৎপর্যপূর্ণ কথা বলেছেন মোদী। তিনি জানিয়েছেন, অঙ্গদানের জন্য ৬৫ বছরের বয়সসীমা তুলে দেওয়ার কথা ভাবছে তাঁর সরকার। অঙ্গদানকে গোটা দেশে আরও জনপ্রিয় করে তুলতেও একাধিক পদক্ষেপের কথা বলেন তিনি।

Advertisement

প্রধানমন্ত্রী এমন পরিবারের লোকেদের সঙ্গে রবিবার মন কি বাত অনুষ্ঠানে কথা বলেন, যাঁরা নিকটাত্মীয়কে হারিয়েছেন। প্রিয়জনের মৃত্যুর পর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর বাহবা পেয়েছেন এমন পরিবারের কয়েক জন সদস্য। তিনি জানান, দেশের প্রতিটি কোণে অঙ্গদান নিয়ে সচেতনতা আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথা। এর পাশাপাশি নারীশক্তির উত্থান এবং অস্কার মঞ্চে ভারতের জয়জয়কার নিয়েও কথা বলেন মোদী। তিনি বলেন, ‘‘বিশ্বের দরবারে ভারতের উত্থানের প্রাণবায়ু হল দেশের জাগ্রত নারীশক্তি। তাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের সকলের কর্তব্য।’’

মন কি বাতের ১০০ তম পর্ব সামনের মাসে। তা নিয়ে তিনি উত্তেজিত বলেও জানান প্রধানমন্ত্রী। ১০০তম পর্বে কী বিষয় হতে পারে, তার পরামর্শও চেয়েছেন তিনি। মোদী বলেন, ‘‘৯৯-এর গেরোয় আটকে যাওয়ার অনেক উদাহরণ আছে। কিন্তু যেখানে জনগণের ‘সাথ’ আছে, সেখানে মন কি বাতের কী চিন্তা!’’

Advertisement

দেশের বিভিন্ন অংশে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। ৯৯তম মন কি বাতের আসরে তা নিয়েও দেশবাসীকে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement