Narendra Modi

জঙ্গলে রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার, ডিসকভারি চ্যানেলে এ বার মোদী

ভারতের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রিলসের এই অ্যাডভেঞ্চারের এপিসোড সম্প্রচারিত হবে আগামী ১২ অগাস্ট রাত ন’টা থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৭:১২
Share:

করবেট ন্যাশনাল পার্কে গ্রিলসের সঙ্গে মোদী। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

বেয়ার গ্রিলস। ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর সঞ্চালক। পৃথিবীর বিভিন্ন প্রান্তের জঙ্গলে ঘুরে ঘুরে অ্যাডভেঞ্চারের মুহূর্ত উপহার দেন। বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রসারের উদ্দেশ্যে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে শুটিং করেছেন তিনি। আর গ্রিলসের সেই সফরের সঙ্গী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

ভারতের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রিলসের এই অ্যাডভেঞ্চারের এপিসোড সম্প্রচারিত হবে আগামী ১২ অগাস্ট রাত ন’টা থেকে। ১৮০ দেশে দেখানো হবে সেই শো। আর সেই শো-তে গ্রিলসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরতে দেখা যাবে নরেন্দ্র মোদীকে।

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর এপিসোডের ব্যাপারে এই সব তথ্য নিজের টুইটার হ্যান্ডল থেকে টুইট করে জানিয়েছেন বেয়ার গ্রিলস। সঙ্গে পোস্ট করেছেন সেই এপিসোডের একটি টিজারও। সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটাতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি।

Advertisement

এই শোয়ের ব্যাপারে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘বছরের পর বছর ধরে জঙ্গলে-পাহাড়ে প্রকৃতির মধ্যে থেকেছি আমি। আমার জীবনে এ সবের প্রভাব অপরিসীম। রাজনীতির বাইরে আমার জীবন নিয়ে বিশেষ শোয়ের কথা বলা হল, তখনই আমি এতে অংশগ্রহণ করার জন্য দারুণ আগ্রহী হয়ে পড়ি।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিশ্ববাসীর কাছে ভারতের পরিবেশের ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার এ এক দারুণ সুযোগ।’’

গ্রিলসের শেয়ার করা ৪৫ সেকেন্ডের সেই ভিডিয়োতে মোদীকে ব্রিটিশ অ্যাডভেঞ্চার প্রেমীর সঙ্গে হাত ধরে ঘুরতে দেখা যাচ্ছে। করবেট পার্কে গিয়ে র‌্যাফ্টিংও করেছেন তিনি। সেই র‌্যাফ্টিংয়ের জন্য মোদীকে যখন প্রস্তুত করছেন গ্রিলস, তখন মোদীকে তিনি বলছেন, ‘‘আপনি ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই আপনাকে জীবনরক্ষা আমার কর্তব্য।’’

এই শো-য়ের টিজার সামনে আসতেই আসরে নেমেছে কংগ্রেস। গ্রিলসের সেই টুইটকে হাতিয়ার করে কংগ্রেসের মুখপাত্র শর্মা মহম্মদ টুইটে লিখেছেন, ‘পুলওয়ামায় যখন ৪৪ জন জওয়ান শহিদ হয়েছিলেন তখন এই প্রোগ্রামের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। জওয়ানদের উপর জঘন্য আক্রমণের খবর পেয়েও সে দিন হাসিমুখে শুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি।’

আরও পড়ুন: গরু এ বার আইআইটির ক্লাসরুমে!

আরও পড়ুন: নেশা থামাতে ছেলেকে চেন দিয়ে বেঁধে রাখল বাবা-মা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement