কুম্ভমেলায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র উপর জোর নরেন্দ্র মোদীর। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এ বারের পূর্ণকুম্ভে পুণ্যার্থীদের জন্য বেশ কিছু ‘ডিজিটাল’ সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে প্রশাসন। শনিবার বছরের শেষ ‘মন কী বাত’ অনুষ্ঠানে সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুণ্যার্থীদের আরও ভাল করে পরিষেবা দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যও নিচ্ছে প্রশাসন। মোদী জানান, এ বারের কুম্ভমেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সমৃদ্ধ ক্যামেরা ব্যবহার করা হবে নজরদারির জন্য। মেলায় কেউ হারিয়ে গেলে, তাঁকে সহজে খুঁজে বার করা যাবে এই ক্যামেরার মাধ্যমে।
তিনি জানান, এ বারে দেশবাসী ‘ডিজিটাল মহাকুম্ভ’র সাক্ষী থাকবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি চ্যাটবটের (যেখানে প্রয়োজনীয় কোনও বিষয়ে প্রশ্ন টেক্সট মেসেজ আকারে পাঠালে, স্বয়ংক্রিয় ভাবে উত্তর চলে আসে) ব্যবস্থাও করছে প্রশাসন।
১২ বছর পর ফের পূর্ণকুম্ভ মেলা বসছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পূর্ণকুম্ভ। তার জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরুও করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কী কী ডিজিটাল সুযোগ সুবিধা মিলবে, তারও একটি আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পুণ্যার্থীদের জন্য ‘ডিজিটাল নেভিগেশন’ ব্যবস্থা রাখা হবে। পূর্ণকুম্ভ মেলা প্রাঙ্গণে কোথায় কী রয়েছে, সে বিষয়ে তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে। কোন দিকে কোন ঘাট, মন্দির কিংবা কোন সন্ন্যাসীর আখড়া রয়েছে, তা সহজে পুণ্যার্থীরা জানতে পারবেন এই ‘ডিজিটাল নেভিগেশন’-এর মাধ্যমে।
এ ছাড়া থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি চ্যাটবটও। প্রধানমন্ত্রী জানান, এই প্রথম বার কোনও কুম্ভমেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। চ্যাটবটের মাধ্যমে ১১টি ভারতীয় ভাষায় তথ্য সংগ্রহ করতে পারবেন পুণ্যার্থীরা। টেক্সট মেসেজ বা মৌখিক প্রশ্নের জবাব মিলবে চ্যাটবটের থেকে। কুম্ভমেলায় নজরদারির জন্য ব্যবহৃত ক্যামেরাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানান মোদী। তাঁর বক্তব্য, মেলায় ভিড়ের মধ্যে কেউ পরিবারের থেকে আলাদা হয়ে গেলে, এই ক্যামেরার মাধ্যমে তাঁকে সহজেই খুঁজে পাওয়া যাবে।
ডিসেম্বরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এলাকা পরিদর্শন করেছেন। প্রতি ৬ বছর অন্তর কুম্ভমেলা আয়োজিত হয়। ২০১৯ সালে ছিল অর্ধকুম্ভ মেলা। তার আগে ২০১৩ সালে ছিল পূর্ণকুম্ভ মেলা। ১২ বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণকুম্ভ মেলা আয়োজন হতে চলেছে। আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। কুম্ভমেলার জন্য উত্তরপ্রদেশ পুলিশের তৎপরতা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হচ্ছে। সর্ব ক্ষণ ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে পুলিশের।
উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার সম্প্রতি জানিয়েছেন, এ বারের ৪৫ দিন ব্যাপী পূর্ণকুম্ভ মেলায় প্রচুর ভিড় হবে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তিনি।