প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
গোটা দেশ যখন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে উত্তাল, তখন দিল্লি থেকে দূরে বারাণসীতে নিজের লোকসভা কেন্দ্রে দিনটি কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি যোগ দিলেন একটি যক্ষা নির্মূল সংক্রান্ত আলোচনাচক্রে।
আজ বারাণসীতে প্রায় ১৭৮০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদী। মেট্রো প্রকল্প, বিশ্বনাথ করিডরে রোপওয়ে প্রকল্পের শিলান্যাস ছাড়াও আগামী দিনে বারাণসীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। পরে মোদী যক্ষ্মা নির্মূল সংক্রান্ত এক আলোচনাচক্রে যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারত থেকে ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা নিলেও মোদী জানান, তাঁর লক্ষ্য ২০২৫ সালের মধ্যে এ দেশ থেকে যক্ষ্মা দূর করা। এ দিন বিকেলে দিল্লি ফেরেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের নেপথ্যে মোদীর হাত রয়েছে বলে কংগ্রেস আজ অভিযোগ করেছে। অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির এক নেতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী ইতিবাচক মানসিকতার মানুষ। তিনি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করেন। দেশের কোথায় কী হচ্ছে, তা নিয়ে মাথা না-ঘামিয়ে তিনি নিজের কাজে ব্যস্ত থাকেন। সেই কারণে তিনি কর্মযোগী।’’