PM Narendra Modi

বোহরা মুসলিমদের নতুন শিক্ষা ক্যাম্পাস উদ্বোধনে মোদী, বললেন, ‘পরিবারের সদস্য হিসাবে এসেছি’

মোদী বলেন, ‘‘সৈয়দনা সাহেবের পরিবারের চার প্রজন্মকে চিনি। আমি এসেছি পরিবারেই একজন হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নয়। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করে ১৫০ বছরের স্বপ্ন পূরণ করেছেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০২
Share:

মুম্বইয়ে দাউদি বোহরা সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী। ছবি— পিটিআই।

দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ‘অলজামিয়া-তুস-সাইফিয়াহ আরবি অ্যাকাডেমি’-র মুম্বই ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী হিসাবে নয়, পরিবারের এক জন হিসাবে এখানে এসেছি।’’

Advertisement

মুম্বই মহানগরীর প্রভাবশালী সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম দাউদি বোহরা মুসলিমরা। মুম্বইয়ে ওই সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হাজির হন প্রধানমন্ত্রী। সামনেই মুম্বইয়ে পুরভোট। তার আগে মোদীর এই সফরের তাৎপর্য ভিন্ন। মোদীকে দেখা যায় সম্প্রদায়ের প্রধান সৈয়দনা মুফাদ্দল সাইফুদ্দিনের হাত ধরে গোটা ক্যাম্পাস পরিদর্শন করতে। মোদী বলেন, ‘‘সৈয়দনা সাহেবের পরিবারের চার প্রজন্মকে আমি চিনি। আমি এখানে এসেছি পরিবারেই এক জন হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শেষ করে আপনারা ১৫০ বছরের স্বপ্ন পূরণ করেছেন।’’

ভারতে বোহরা মুসলিমদের সম্মিলিত জনসংখ্যা ১০ থেকে ১২ লক্ষ। যা ভারতে মোট মুসলিম জনসংখ্যার ১০ শতাংশ। গুজরাত এবং মহারাষ্ট্রের মুম্বইয়ে এই সম্প্রদায়ের আর্থিক প্রগতি চোখে পড়ার মতো। অনেকেই মনে করেন, মুম্বইয়ের ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এই সম্প্রদায়ের প্রতিনিধিরাই। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই মোদীর সঙ্গে এই বোহরা মুসলিমদের সম্পর্ক অত্যন্ত মধুর। প্রধানমন্ত্রী হওয়ার পরে তা আরও পোক্ত হয়েছে। দেশের সবচেয়ে ধনী পুরসভা ‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-এর ভোটের ঠিক আগে মোদীর এই সফরের রাজনৈতিক তাৎপর্য যে বিপুল, তা মানছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement