Prime Minister

অ্যানিমেশনে ত্রিকোণাসন শেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই যোগাসনকে আরও বেশি করে জনপ্রিয় করার চেষ্টা করেন নরেন্দ্র মোদী। ভারত সরকারের তরফ থেকে গোটা দেশ জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয় যোগদিবস উপলক্ষে

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ২১:০৭
Share:

ত্রিকোনাসন । ছবি : প্রধানমন্ত্রীর টুইট থেকে নেওয়া

এবার অ্যানিমেশন অবতারে দেখা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নিজের টুইটার হ্যান্ডলে একটি অ্যানিমেশন ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। ত্রিকোণাসন কী ভাবে করতে হয় তা দেখানো হয়েছে প্রধানমন্ত্রীর অ্যানিমেশন অবতারের মাধ্যমে।

Advertisement

যোগাসনকে জনপ্রিয় করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের বিশ্বযোগদিবসের প্রচারের জন্য এই ভিডিয়ো প্রকাশ করেছেন। যেখানে ত্রিকোণাসন কী ভাবে করতে হয় তা দেখানো হয়েছে। প্রধানমন্ত্রীর অ্যানিমেশন অবতারই তা দেখাচ্ছে। থ্রি-ডি ফরম্যাটে দেখানো হয়েছে ত্রিকোনাসনে হাত পায়ের সঞ্চালন কেমন হবে, শ্বাস কখন নিতে হবে ছাড়তে হবে তা-ও দেখানো হয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই যোগাসনকে আরও বেশি করে জনপ্রিয় করার চেষ্টা করেন নরেন্দ্র মোদী। ভারত সরকারের তরফ থেকে গোটা দেশ জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয় যোগদিবস উপলক্ষে।

Advertisement

আরও পড়ুন : বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : ‘স্বচ্ছ ভারত’ শৌচালয়ে গাঁধীজির ছবি দেওয়া টাইলস

এবার ২১ জুন যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাঁচীর অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement