প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
বিজেপির মূল শক্তি হল দলের কর্মীরা। দলের চালিকা শক্তি হলেন কর্মীরাই। তাই নিজের নিজের এলাকায় সমাজিক সমস্যা মেটাতে দলীয় কর্মীদের এগিয়ে আসার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক দিন ধরেই বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েত রাজ পরিষদ সম্মেলন উপলক্ষে দলের পঞ্চায়েত কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার পরিকল্পনা হাতে নিয়েছেন মোদী। আজ দমন-দিউ ও দাদরা-নগর হাভেলি এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে ওই মন্তব্য করেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিজেপির মূল শক্তি হল তার কর্মীরা। আর বিজেপিতে দলীয় কর্মী এমন একটি পদ যা চিরকাল সঙ্গে থাকে।’’ দলীয় কর্মীদের গ্রাম ও জেলা গঠনে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার পরামর্শ দেন মোদী।
পাশাপাশি পঞ্চায়েত কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘নিজের রুটিন বিভাগীয় কাজ ছাড়াও বছরে তিনটি সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে কর্মীদের। তাহলেই দেখা যাবে নিজেদের পাঁচ বছরের মেয়াদে পনেরোটি সমস্যার সমাধান করা সম্ভব হয়ে গিয়েছে।’’