প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
আত্মনির্ভর ভারত গড়তে বিজ্ঞানীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নাগপুরে ১০৮তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করে মোদী বলেন, “দেশীয় চাহিদা মিটিয়ে ভারতকে আত্মনির্ভর করে তোলাই দেশীয় বৈজ্ঞানিকদের অনুপ্রেরণা হিসাবে কাজ করুক।”
এ বছরের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের মূল বিষয়, সুস্থায়ী উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নে বিজ্ঞান ও প্রযুক্তি। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিজ্ঞানের আরও ব্যবহারের উপরে জোর দেন প্রধানমন্ত্রী। তিনি আজ বলেন, ‘‘এখনকার দিনে মহিলাদের ক্ষমতায়নে বিজ্ঞানের ব্যবহার শুধু আমাদের লক্ষ্য নয়, বরং বিজ্ঞানের অগ্রগতিতে মহিলাদের অবদান সুনিশ্চিত করাও আমাদের লক্ষ্য হওয়া উচিত।’’ গবেষণা ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ দ্বিগুণ বৃদ্ধির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণই প্রমাণ করে দেশে মহিলা ও বিজ্ঞান উভয়েরই অগ্রগতি হচ্ছে।’’
আত্মনির্ভরতার লক্ষ্যে বিজ্ঞানের বাস্তবমুখী প্রয়োগের উপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘বৈজ্ঞানিক গবেষণা তখনই সাফল্যে পরিণত হয় যখন তা গবেষণাগারের গণ্ডি ছাড়িয়ে বাস্তবের জমিতে সফল ভাবে প্রয়োগ হয়। যে প্রয়োগ আন্তর্জাতিক স্তর থেকে তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলে মানুষের জীবনকে বদলে দেয়।’’ করোনা অতিমারির আবহে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও তার মোকাবিলায় বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আজ তা মনে করিয়ে প্রধানমন্ত্রী নতুন টিকা তৈরির গবেষণায় জোর দিয়েছেন। একই সঙ্গে সময় মতো রোগ নির্ধারণ ও সুসংহত ভাবে অতিমারির উপরে নজরদারিতে বিজ্ঞানীদের এগিয়ে আসার উপরেও জোর দিয়েছেন।