নির্বাচনে সবাই জয়লাভ করতে পারে না, রাজ্যসভায় প্রধানমন্ত্রী

রাজ্যসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।

Advertisement
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৪:৫৩
Share:

রাজ্যসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে এল মহারাষ্ট্রে ন্যাশানালিস্ট কংগ্রেস এবং বিজু জনতা দলের ভূয়সী প্রশংসা। প্রধানমন্ত্রী বললেন-

Advertisement

সদনের নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে বিজু জনতা দল, এনসিপি যে নিষ্ঠা দেখিয়ে এসেছে তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দুই দলের থেকে সকলকেই শিখতে হবে। তিন তালাক জিএসটি-র প্রসঙ্গ তুলে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তিন তালাক-জিএসটির মতো বিল পাশ হয়েছে রাজ্যসভা থেকেই। অনেকে তার বিরোধিতা করেছিল। কিন্তু আজ জিএসটি থেকে আজ উপকৃত হচ্ছেন সারা দেশের ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী বলেন, আজ রাজ্যসভার ২৫০তম অধিবেশন। এই মুহূর্তটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। নির্বাচনে সবাই জয়লাভ করতে পারে না। কিন্তু এই নির্বাচনী রাজনীতির বাইরে রাজ্যসভা মানুষকে সুযোগ দেয় দেশের উন্নতিতে অংশগ্রহণ করার। মানুষের উন্নতিতে প্রত্যক্ষ ভাবে কাজ করে রাজ্যসভা।এই কক্ষে অতীতে বহু অভিজ্ঞ ব্যক্তিরা এসেছেন। এই কক্ষের দূরদৃষ্টিকে সকলকে মর্যাদা দিতে হবে।

দেখুন প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও:

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement