প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
উত্তর ভারতের তিন রাজ্যে বিজেপির জয়ের পর, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারত থেকে আসন বাড়াতে সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তার রেশ ধরেই মোদী আজ থেকে দু’দিনের কেরল সফর শুরু করলেন। সন্ধ্যায় ওই দক্ষিণী রাজ্যের কোচিতে পৌঁছন তিনি। কেরলের বিজেপি নেতা এম টি রমেশের বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী মোদীর কেরল নিয়ে স্বপ্ন রয়েছে। তিনি এই রাজ্যে আসায় আমাদের সব নেতা এবং কর্মীরা উৎসাহিত।’’ কেরলে পুজো-পাঠও করবেন তিনি। মোদী হিন্দুত্বের সঙ্গে তাঁর প্রচারকেও মিশিয়েছেন কোচিতে। পুষ্পবৃষ্টির মধ্যে রোড শো করেছেন মহারাজা কলেজ গ্রাউন্ড থেকে সরকারি অতিথিশালা পর্যন্ত। আগামিকাল, বুধবার সকালে সাড়ে ৬টায় তিনি গুরুভায়ুরে কৃষ্ণ মন্দিরে পুজা দেবেন। যাবেন ত্রিসূরে রামস্বামী মন্দিরে।