PM Modi

Narendra Modi: বিশ্বের কল্যাণে কাজ করে যাচ্ছে ভারত, এই ভূমিকার বদল হবে না: লালকেল্লা থেকে মোদী

প্রধানমন্ত্রী বলেন, ‘‘লালকেল্লা সাক্ষী, ঔরঙ্গজেবের মতো অত্যাচারীরা বহু মানুষের মুণ্ডচ্ছেদ করেছেন, কিন্তু মন থেকে বিশ্বাসকে মুছতে পারেননি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ০২:৪০
Share:

লালকেল্লার উঠোন থেকে প্রধানমন্ত্রীর জাতির প্রতি সম্বোধন। ছবি: টুইটার

শিখ গুরু তেগ বাহাদুরের ৪০০তম আবির্ভাববার্ষিকী উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘এই লালকেল্লা সাক্ষী, ঔরঙ্গজেবের অত্যাচারের বিরুদ্ধে কী ভাবে লড়াই করেছিলেন বজ্রকঠিন মানসিকতার গুরু তেগ বাহাদুর।’’

Advertisement

শিখ গুরুর আবির্ভাববার্ষিকী হিসাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী দিল্লি-সহ দেশের নানা প্রান্তে চলেছে বিভিন্ন অনুষ্ঠান। মূল আকর্ষণ, লালকেল্লার উঠোন থেকে প্রধানমন্ত্রীর জাতির প্রতি সম্বোধন। এই প্রথম লালকেল্লার ফটকের বদলে অন্য কোনও জায়গা থেকে ভাষণ দিলেন দেশের কোনও প্রধানমন্ত্রী। পাশাপাশি এই প্রথম সূর্যাস্তের পর কোনও প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ভাষণ দিলেন। অনুষ্ঠান উপলক্ষে লালকেল্লায় ছিল এক বিরাট লঙ্গরের আয়োজন। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দাবি, ১৬৭৫-এ এই লালকেল্লা থেকেই গুরু তেগ বাহাদুরের মৃত্যু ফরমান জারি করেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। সেই লালকেল্লাতে দাঁড়িয়েই শিখ গুরুর ৪০০তম আবির্ভাব বার্ষিকীতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে মোদী বলেন, ‘‘ভারত কখনওই অন্য কোনও দেশ বা জাতির বিপদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেনি। গুরু তেগ বাহাদুরের দেখানো পথে, আজও আমরা চলতে দায়বদ্ধ। ভারত আজও বিশ্বের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং সেই ভূমিকার কখনও বদল হবে না।’’

Advertisement

মোদীর ভাষণে ঘুরেফিরে এসেছে ঔরঙ্গজেবের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই লালকেল্লা সাক্ষী, ঔরঙ্গজেব এবং তাঁর মতো অত্যাচারীরা হয়তো বহু মানুষের মুণ্ডচ্ছেদ করেছেন, কিন্তু মন থেকে বিশ্বাসকে মুছতে পারেননি।’’

জাতির উদ্দেশে ভাষণের ঠিক আগে, প্রধানমন্ত্রী শিখ গুরুর আবির্ভাববার্ষিকী উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট উদ্বোধন করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement