সংসদ ভবনের মাটি আর যমুনার জল নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী শহর অমরাবতীর শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাসের পর অন্ধ্রের মুখ্যমন্ত্রীর হাতে ওই মাটি আর জল তুলে দেন প্রধানমন্ত্রী।
কৃষ্ণা নদীর তীরে গুন্টুর জেলার উড়ানদারায়ুনিপালেম গ্রামে এ দিনের অনুষ্ঠানে নতুন শহরের শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘দ্রুত নগরায়ন খুব জরুরি হয়ে উঠেছে। এই নগরায়নকে সমস্যা মনে করলে ভুল হবে। এটা সময়ের প্রয়োজন।’’
মেগা স্টার অমিতাভ বচ্চন ছাড়াও এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, স্থানীয় সাংসদ বেঙ্কাইয়া নাইডু-সহ জনাকয়েক কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতিরা। জাপান ও সিঙ্গাপুরের কয়েক জন মন্ত্রী, শিল্পপতিও ছিলেন ওই অনুষ্ঠানে। ছিলেন ১৪টি বিদেশি দূতাবাসের প্রতিনিধিরাও।
অন্ধ্রপ্রদেশের বাণিজ্যিক রাজধানী বিজয়ওয়াড়ার ৪০ কিলোমিটার দূরে অমরাবতী শহরটিকে নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার ‘মাস্টার প্ল্যান’ বানিয়েছে সিঙ্গাপুরেরই একটি সরকারি সংস্থা।