snake

Viral: এক ছোবলেই ছবি! শালগাছে ফণা তোলা তিন গোখরোর ছবি ভাইরাল

ছবিটি মহারাষ্ট্রের একটি জঙ্গলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৬:৪৬
Share:

ভয়ঙ্কর! ছবি সৌজন্য টুইটার।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর ‘অভিমন্যু’ ছবির সেই জনপ্রিয় সংলাপটা মনে আছে তো? ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি।’ সম্প্রতি সুশান্ত নন্দন নামে এক বনাধিকারিক তেমনই জাত গোখরোর ছবি টুইটারে পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন। সাপ দেখলে আঁতকে ওঠেন অনেকে। কিন্তু সুশান্ত যে গোখরোর ছবি শেয়ার করেছেন, তা দেখে মিঠুনের সেই সংলাপের কথা মনে পড়তে বাধ্য!

সুশান্ত যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনটি কুটকুচে গোখরো শালগাছে একটার উপর আর একটা ফণা তুলে রয়েছে। ক্যাপশনে তিনি রসিকতা করে লিখেছেন, ‘আশীর্বাদ… তিন গোখরো যেন এক সঙ্গে আশীর্বাদ করছে আপনাকে।’

Advertisement

ছবিটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই কেউ কেউ রসিকতা করে বলেছেন, ‘দূর থেকে দেখতেই ভাল লাগে। সামনে পড়লেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে!’ আবার কেউ বলেছেন, ‘প্রকৃতির মধ্যে এমন ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করার মতো।’ এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘বনাধিকারিকের সৌজন্যে জঙ্গলের অগম্য জায়গার প্রাণিজগৎকেও দেখতে পারার সৌভাগ্য হল আমাদের।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement