Dog

Dog: ২ কিমি হেঁটে ‘বাবা’র অফিসে খাবার পৌঁছে দিচ্ছে শেরু!

ভিডিয়োটি দেখার পর কেউ কেউ মন্তব্য করেছেন, ‘শেরু পথ নিরাপত্তা সম্পর্কে এত ওয়াকিবহাল, ভাবা যায় না!’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৫:৪০
Share:

মুখে টিফিনবাক্স নিয়ে শেরু। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

বড় রাস্তা। হুশ হুশ করে সেই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে গাড়ি। সেই রাস্তাতেই হঠাৎ দেখা গেল একটি পোষ্য সারমেয়কে। তার মুখে একটি টিফিনবাক্স ঝুলছে।বড় রাস্তার ধার ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সেই সারমেয়। এটি একটি জার্মান শেফার্ড। নাম শেরু। অতি সন্তর্পণে রাস্তা দিয়ে এগোতে দেখা যাচ্ছে তাকে। একটু সন্ত্রস্ত দেখাচ্ছিল শেরুকে। কেননা, বড় রাস্তা দিয়ে যে ভাবে গাড়ি ছুটছিল, তাতে দুর্ঘটনার মুখে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেরু যে অতি সাবধান এ বিষয়ে, সেটাও ধরা পড়েছে ভিডিয়োতে।

Advertisement

যখনই কোনও গাড়ি আসছিল, শেরু একেবারে রাস্তার ধারে সরে যাচ্ছিল। এ ভাবেই সে দু’কিলোমিটার হেঁটে তার ‘বাবা’র জন্য খাবার নিয়ে অফিসে যাচ্ছিল। জানা গিয়েছে, প্রতি দিন সকালে এ ভাবেই দু’কিলোমিটার পথ হেঁটে ‘বাবা’র জন্য খাবার নিয়ে যায় শেরু।

ভিডিয়োটি দেখার পর কেউ কেউ মন্তব্য করেছেন, ‘শেরু পথ নিরাপত্তা সম্পর্কে এত ওয়াকিবহাল, ভাবা যায় না!’ আরও অনেকেই তার নিরাপত্তা সম্পর্কে সচেতনতার প্রশংসা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement