Liquor

Liquor: জাতীয় সড়কে মদবোঝাই ট্রাক উল্টে যেতেই চলল অবাধে লুটপাট!

সবাই যখন মদের বোতল কুড়োতে ব্যস্ত, খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে খবর, ট্রাকে প্রায় ১০ লক্ষ টাকার মদ ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মাদুরাই শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৬:৩৭
Share:

অবাধে মদ লুট। ছবি সৌজন্য টুইটার।

কেউ পকেটে, কেউ দু’হাতে, কেউ আবার আরেও বেশি সংগ্রহ করার জন্য হামলে পড়ছিলেন। বুধবার মদ বোঝাই একটি ট্রাক উল্টে যেতেই হামলে পড়লেন সুরাপ্রেমীরা। এ সুযোগ কি ছাড়া যায়! তাই যিনি যতগুলি পারলেন, লুটেপুটে নিলেন মদের বোতল।

ঘটনাটি তামিলনা়ড়ুর মাদুরাইয়ের ভিরাগানুর এলাকার। মানালুরে একটি গুদাম থেকে মদ নিয়ে সেগুলি নির্ধারিত জায়গায় সরবরাহ করতে যাচ্ছিল একটি ট্রাক। ভিরাগানুর এলাকায় জাতীয় সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মদের বাক্সগুলি রাস্তায় ছিটকে পড়ে।

Advertisement

এই পরিস্থিতি দেখে পথচারীরা দাঁড়িয়ে পড়েন। ছুটে আসেন স্থানীয় মানুষজন। কিন্তু উদ্ধার করা তো দূর অস্ত, বোতল কে কতগুলি সংগ্রহ করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। ফলে জাতীয় সড়কে থমকে যায় যান চলাচল।

সবাই যখন মদের বোতল কুড়োতে ব্যস্ত, খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে খবর, ট্রাকে প্রায় ১০ লক্ষ টাকার মদ ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement