Bihu

Bhogali Bihu: বোয়াল, চিতল কেনার হিড়িক ভোগালি বিহুতে

শহরের বিভিন্ন স্থানে বসা ভোগালি মেলা, দই-ক্রিম, চিঁড়ে, গুড়, নাড়ু ও পিঠের বাজার আজই শেষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১০:৩০
Share:

গুয়াহাটির উজান বাজারে চিতল মাছ কিনছেন অভিনেত্রী বর্ষারানি বিষয়া। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

অতিমারির আতঙ্ক আর কার্ফু কবলিত হয়েই ফের একটা ভোগালি বিহু হাজির। আজ উড়ুকার রাত। পিঠে-পুলি-দই-চিঁড়ে আর আড়-বোয়াল-রুই-কাতলা-হাঁস-পাঁঠার মহাভোজ। আগামী কাল সকালে মেজি পুড়িয়ে শুরু হবে মাঘ বিহু। কিন্তু করোনা ও নৈশ কার্ফুর জন্য এ বছরও ভেলাঘরে রাত কাটানোর আনন্দ থেকে বঞ্চিতই থাকতে হবে। অবশ্য মাছ ধরার জন্য আজ ভোরে কার্ফুর সময় এক ঘণ্টা শিথিল করা হয়েছে। রাতের কার্ফুর সময়ও এক ঘণ্টা শিথিল করা হয়। আজ সকালে গুয়াহাটির উজানবাজারে বিরাট আকারের বোয়াল, চিতল কেনার হিড়িক ছিল চোখে পড়ার মতোই।

Advertisement

শহরের বিভিন্ন স্থানে বসা ভোগালি মেলা, দই-ক্রিম, চিঁড়ে, গুড়, নাড়ু ও পিঠের বাজার আজই শেষ। অন্যান্য বছরের মতো না হলেও রাজ্যের বিভিন্ন ভেলাঘরে চোখে পড়ছে করোনা, টিকা, ড্রাগন-সহ বিভিন্ন থিম। আহতগুড়ির মোষের লড়াই করোনার জন্য বাতিল করা হয়েছে। জোনবিলে ৫০০ বছর ধরে চলে আসা ‘গোভা রাজাদের’ আয়োজিত মেলাও এ বছর বাতিল করা হয়েছে। ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত মেলা হওয়ার কথা ছিল। কিন্তু কাজিরাঙায় মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা ও ১৪৪ ধারা বলবৎ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান স্থানীয় মানুষ। গ্রামবাসীদের জঙ্গলের জলাশয়ে প্রবেশে বাধা দিলে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করা হয়। শয়ে শয়ে যানবাহন আটকে পড়ে। শেষ পর্যন্ত মানুষের চাপের সামনে মানা নোয়ায় প্রশাসন। তিন ঘণ্টা পথ অবরোধের পরে মাছ ধরার অনুমতি দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement