মার্কিন সফরে এ বার মোদীকে বিক্ষোভ দেখাবেন পটেলরা

প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর এই প্রথম। বিদেশে গিয়ে এ বার তুমুল বিক্ষোভের মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। মার্কিন মুলুকে।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৯
Share:

প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর এই প্রথম।

Advertisement

বিদেশে গিয়ে এ বার তুমুল বিক্ষোভের মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। মার্কিন মুলুকে।

ক্ষমতাসীন হওয়ার পর গত দেড় বছরে যখনই বিদেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, পেয়েছেন তুমুল অভ্যর্থনা। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ভারতের ‘কেতাদুরস্ত’ প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন।

Advertisement

আর এ বার মোদীর নিজের রাজ্য গুজরাতে সংরক্ষণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়তে চলেছে সেই মার্কিন মুলুকেই।

প্রধানমন্ত্রী মোদীর আসন্ন আমেরিকা-সফরের সময়, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে আর সান হোসে শহরে ‘স্যাপ সেন্টারে’র বাইরে তুমুল বিক্ষোভ দেখাবে কানাডা ও আমেরিকার ‘সর্দার পটেল গ্রুপ’।

নিউ ইয়র্কে আগামী ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে শুরু হচ্ছে সাধারণ সভার বার্ষিক অধিবেশন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী ঢোকার আগেই সকাল থেকে বিক্ষোভ দেখানো হবে।

‘সর্দার পটেল গ্রুপে’র কো-অর্ডিনেটর আল্পেশ পটেল বলেছেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানোর জন্য প্রয়োজনীয় অনুমতি আমরা পুলিশের কাছ থেকে পেয়েছি। ফেসবুকে আমরা একটি ‘পেজ’ খুলেছি। তাতে ব্যাপক সাড়া মিলেছে। আশা করছি, অন্তত হাজার পাঁচেক মানুষের জমায়েত করা যাবে। আসন্ন মার্কিন-সফরে সান হোসে শহরে ‘স্যাপ সেন্টারে’ও যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর। সেখানেও তুমুল বিক্ষোভ দেখানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement