Flood In Rajasthan

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি রাজস্থানের একাংশে, দুর্যোগে মৃত ১৩, আরও বৃষ্টির পূর্বাভাস মরুরাজ্যে

জয়পুরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বর্ষণ চলবে রাজ্যে। ঘণ্টায় ৭০ কিমি বেগে হাওয়ায় বইতে পারে। সে ক্ষেত্রে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জয়পুর শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৯:২৯
Share:

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি রাজস্থানের একাংশে। ছবি: পিটিআই।

এখনও দেশে বর্ষা ঢোকেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বার অল্প বিলম্বে কেরলে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে বর্ষার আগেই খামখেয়ালি বৃষ্টিতে জলমগ্ন মরুরাজ্য রাজস্থানের একাংশ। প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের ফতেপুর শহর এবং শেখাওয়াতি অঞ্চল। গত দু’দিনের দুর্যোগে রাজ্যের নানা প্রান্তে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Advertisement

অসময়ের এমন বৃষ্টি রাজস্থানে প্রায় অস্বাভাবিক। এরই মধ্যে জয়পুরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বর্ষণ চলবে রাজ্যে। ঘণ্টায় ৭০ কিমি বেগে হাওয়ায় বইতে পারে। সে ক্ষেত্রে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের নানা প্রান্তে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দলকে নামিয়েছে রাজ্য প্রশাসন। তবে সে রাজ্যের কৃষকদের অভিযোগ, পূর্বাভাস থাকা সত্ত্বেও ফসল এবং গবাদি পশুর সুরক্ষায় কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। ক্ষতিপূরণের দাবিতে তাঁরা নানা জায়গায় অবস্থান বিক্ষোভ করেন।

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাজস্থানে একটি বিয়ের মন্ডপ প্রবল ঝড়ে উড়ে যাচ্ছে। আমন্ত্রিতরা দুর্যোগ থেকে রক্ষা পেতে নানা দিকে দৌড়চ্ছেন। শুক্রবার দুর্যোগ শুরু হওয়ার পরেই ফতেপুর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জায়গায় জায়গায় তার ছিঁড়ে যাওয়ায় এখনও সেখানে বিদ্যুৎ সংযোগ ফেরানো যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement