Uttarakhand

ভারী বৃষ্টির কারণে জলের তোড়ে ভেসে গেল বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ

চামোলি পুলিশ জানিয়েছে, টানা বৃষ্টির জেরে জাতীয় সড়কের ৫০ মিটার অংশ ভেসে গিয়েছে। গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১১:৫৪
Share:

বৃষ্টিতে উত্তরাখণ্ডে রাস্তায় ধস। ছবি: পিটিআই।

দুর্যোগ যেন কাটছেই না উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টির কারণে এ বার জলের তোড়ে ভেসে গেল বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ। শুক্রবার রাত থেকে ভারী বর্ষণ হয়েছে চামোলি জেলায়। এর জেরে লাম্বাগড়ে জলস্তর বৃদ্ধি পায়। জলের তোড়ে ভেসে গিয়েছে জাতীয় সড়কের একাংশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

চামোলি পুলিশ জানিয়েছে, টানা বৃষ্টির জেরে জাতীয় সড়কের ৫০ মিটার অংশ ভেসে গিয়েছে। গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। প্রায় রোজই বিভিন্ন এলাকায় ধস নামার খবর প্রকাশ্যে আসছে। শুক্রবার সকালেও উত্তরাখণ্ডের কয়েকটি এলাকায় ধস নেমেছিল। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়ক। গত মঙ্গলবার ধসের কারণে নন্দপ্রয়াগ এবং পুরসারির কাছে বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল।

Advertisement

বর্ষার বৃষ্টিতে দুর্ভোগ দেশের একাংশে। কিছু দিন আগে যমুনা নদীর জলে প্লাবিত হয়েছিল দিল্লির বিভিন্ন এলাকা। বৃষ্টিতে সম্প্রতি বিপর্যস্ত মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা। দুর্যোগ চলছে হিমাচলপ্রদেশেও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারী বৃষ্টিতে ধসের কারণে শুক্রবার শিমলা এবং কিন্নর জেলায় ৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে, গত বুধবারও ওই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল। গত মঙ্গলবার কুলুর পঞ্চনালা এলাকায় মেঘভাঙা বৃষ্টি হয়। এর জেরে মোট পাঁচটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছিলেন কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ। তেলঙ্গানারও বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement