parliament

TMC Protest: এক দিন আগেই মুলতুবি সংসদ, তেলের দামবৃদ্ধি নিয়ে প্রতিবাদ তৃণমূল ও কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, গোটা বাজেট অধিবেশনে ১৭ দিনের মধ্যে প্রধানমন্ত্রী নিজে সংসদে হাজির হয়েছিলেন মাত্র ২ দিন। তা নিয়েও কটাক্ষ করেছে বিরোধীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ১৪:১৪
Share:

টুইটার থেকে নেওয়া।

নির্ধারিত সময়ের এক দিন আগেই মুলতুবি হয়ে গেল সংসদের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই সংসদের ভিতরে বিরোধীরা জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানান। এর মধ্যেই লোকসভা এবং রাজ্যসভা— সংসদের দুই কক্ষেই অধিবেশন মুলতুবি হয়ে যায়।

লাগাতার জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও। হেঁসেলে আগুনের আঁচ সরাসরি পুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের পকেটও। এই পরিস্থিতিতে মোদী সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা। বৃহস্পতিবার অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর সংসদ চত্বরে গাঁধী মূর্তির পাদদেশে তেল-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ দেখান তৃণমূল সাংসদেরা।

Advertisement

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, জহর সরকার, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, শতাব্দী রায়-সহ অনেক সাংসদ। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, গলায় আলু ও পেঁয়াজের মালা পরে বিক্ষোভ দেখান তাঁরা।

জ্বালানি-সহ জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে কংগ্রেসও। বৃহস্পতিবার সংসদে কংগ্রেস সাংসদ মানিকম টেগোর এবং টিএম প্রথাপন দাবি করেন, ১৭ দিনের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাজির হয়েছিলেন মাত্র ২ দিন। সেই সংক্রান্ত পোস্টার নিয়ে তাঁরা সংসদের ভিতরে ঘুরেও বেড়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement